আমাদের কথা খুঁজে নিন

   

দৌলতদিয়া-পাটুরিয়ায় আটকা শত শত যান

নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় দীর্ঘদিন ধরে ফেরি পারাপার মারাত্দকভাবে ব্যাহত হচ্ছে। কয়েকদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জেলার বাস পারাপার বন্ধ রাখা হয়। পর্যাপ্ত নাব্যতা না থাকায় ফেরিগুলো চলছে হাফলোড নিয়ে। গতকাল থেকে বাস চলাচল শুরু হলেও ফেরিগুলো সময়মতো ঘাটে আসতে না পারায় আটকে আছে শত শত যান। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিআইডবি্লউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ রুটে ৫টি রো রো ও তিনটি কে-টাইপ ফেরি চলাচল করছে। দীর্ঘ ৫৬ ঘণ্টা পর গতকাল রাত ৮টার দিকে ফেরি শাহজালাল ডুবোচর থেকে উদ্ধার হলেও তা অকেজো হয়ে পড়ে আছে।

যান্ত্রিক ত্রুটি রয়েছে ফেরি কপোতিরও। আর মাওয়া ঘাটে স্থানান্তরিত দুটি ফেরি এখনো আসেনি। তাছাড়া নাব্যতা সংকট না কাটায় এখনো ফেরিগুলো পূর্ণ লোড নিয়ে চলতে পারছে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.