আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালাল ও শাহ আমানতে দেড় কোটি টাকার স্বর্

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ পাচারের অভিযোগে নজরুল ইসলাম (৪৩) নামে এক বিমান যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার কাছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার দিকে নজরুল দুবাই থেকে ঢাকায় আসেন। কাস্টমসের অতিরিক্ত কমিশনার কে এম অহিদুল আলম জানান, দুবাই ও কাতারের দোহা হয়ে ঢাকায় অবতরণ করে কাতার এয়ারওয়েজের (কিউআর ৬৩৪) একটি এয়ারক্রাফট। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার জুয়েলা খানমের নেতৃত্বে একটি দল ওই এয়ারক্রাফটের ভেতর তল্লাশি চালায়। এ সময় নজরুলের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা। ধারণা করা হচ্ছে, স্বর্ণের বারগুলো বিমানবন্দরে কারও কাছে হস্তান্তর করে তিনি দুবাই ফিরে যেতেন। কারণ কাতার এয়ারওয়েজের ফিরতি ফ্লাইটে দুবাই ফিরে যাওয়ার জন্য তার টিকিট রি-কনফার্ম করা ছিল।

এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গতকাল ফের অর্ধকোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় মো. শওকত ও মো. বকর নামে দুই যাত্রীকে আটক করা হয়। কাস্টমস সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলাদা দুটি অভিযান চালিয়ে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.