আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারে বিজ্ঞাপন?! আমি ঘোর বিরোধী

সঙ্গে সাহিত্যের সুবাস ...

দু'দিন অনুপস্থিত থাকায় এবিষয়টি দেরীতে নজরে আসে। দেখি সামহোয়ারে বিজ্ঞাপন প্রকাশের সব আয়োজন সমাপ্ত। আমি সামহোয়ারে বিজ্ঞাপন প্রবর্তনের ঘোরতর বিরোধী। যেদিন ঘুরে আসেন আর সিনেপ্লেক্স-এর বিজ্ঞাপন দেয়া হয়েছিল, সেদিন থেকেই খটকা জারি আছে। আমি আশ্চর্য হয়েছি দুএকজন বাদে ব্লগাররা অকুণ্ঠচিত্তে এর সমর্থন দিয়েছেন।

সম্ভবত কর্তৃপক্ষও ভাবেননি এরকম নিরঙ্কুশ সমর্থন তারা পাবেন। কর্তৃপক্ষ চাতুর্যের সঙ্গে ইন্ডিভিজুয়াল ব্লগারদেরও বিজ্ঞাপনের রেভিনিউ অর্জনের টোপে ফেলেছেন। কর্তৃপক্ষের বাসনা ও ব্লগারদের মতের ওপর শ্রদ্ধা রেখেই কয়েকটি প্রশ্ন তুলতে চাই: প্রথম প্রশ্ন: এতদিন বিজ্ঞাপন ছাড়া কীভাবে চলছিল? দ্বিতীয় প্রশ্ন: সামহোয়ার বোঝা হয়ে দাঁড়ালে টিকে থাকার জন্য ব্লগারদের দ্বারস্থ হবার আগেই বিজ্ঞাপনের দ্বারস্থ হতে হলো কেন? তৃতীয় প্রশ্ন: সাইবারপরিসরকে ঘিরে যখন বিজ্ঞাপন ও অন্যান্য প্রভাবমুক্ত বিকল্প মি্ডিয়ার ভাবনা পোক্ত হচ্ছে, তখন নিজ-হাতে-তৈরী বিকল্প মিডিয়ার গলা টিপে ধরার অধিকার কর্তৃপক্ষের শেষপর্যন্ত আছে কিনা? এরকম ব্লগের প্রকৃত মালিক ব্লগাররাই, কর্তৃপক্ষ এখানে উদ্যোক্তা ও মডারেটর মাত্র। চতুর্থ প্রশ্ন: কর্তৃপক্ষ কি সামহোয়ারকে এখন আর বাঁধ ভাঙ্গার আওয়াজ তোলার মাধ্যম হিসেবে ভাবছেন না? ব্লগাররাই বা এর উদ্দেশ্যকে কীভাবে মূল্যায়ন করেন? সামহোয়ার কি নীতিগতভাবে একটি বারোয়ারি কিছুতে পরিণত হতে চায়? আমি কেবল দ্বিতীয় প্রশ্নের সুবাদের একটি তথ্য দিতে চাই যে, সাইবারপরিসরে বিদ্যমান শক্তিশালী বিকল্প মিডিয়াগুলো যখন দ্রুত জনপ্রিয় হতে থাকে এবং এর ফিচার বাড়তে বাড়তে একটি বিরাট প্রকল্পে পরিণত হয়, তখন এর খরচ মেটানোর জন্য সদস্যদেরই দ্বারস্থ হচ্ছে কর্তৃপক্ষ। আমি এক্ষেত্রে জিনেটের (http://www.zmag.org/znet) উদাহরণ দিতে পারি, যেখানে নোম চমস্কি বা অরুন্ধতী রায়ের লেখা নিয়মিত ছাপা হয়।

বছরখানেক আগে তারা ক্রমবর্ধমান সাইটটিকে ঢেলে সাজায় এবং সাইটটি চালানোর খরচ মেটাতে তারা সদস্যদের আহ্বান করে এগিয়ে আসার। এজন্য তারা 'সাসটেইনার' বলে একটি কর্মসূচি চালু করে যেখানো সদস্যরা সাসটেইনার হবেন মাসিক এক ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত চাঁদা দিয়ে এবং অর্থের পরিমাণ অনুসারে তারা বিশেষ সদস্য হিসেবে বিভিন্ন সুযোগ পেয়ে থাকবেন (এরকম মর্যাদাসম্পন্ন একটি সাইটে তারা নিজেদের ব্লগ, লেখা, ছবি ছাপাতে পারবেন, ফ্রন্টপেজে সাসটেইনারদের একটি আলাদা কর্নার থাকবে ইত্যাদি)। আমার পরামর্শ, সামহোয়ার যদি কর্তৃপক্ষের কাছে বোঝা হয়, তবে ব্লগারদের কাছ থেকে চাঁদা নিন। এই খরচ কোনো সমস্যাই নয়। আর বিজ্ঞাপন যদি একবার শুরু হয়, তবে ব্লগের মতপ্রকাশের স্বাধীনতার কী দশা হবে, তা মাহবুব সুমনসহ কেউ কেউ বলেছেন।

চমস্কি বলেছিলেন, মেইনস্ট্রিম মিডিয়ার কাজ হলো বিজ্ঞাপনদাতাদের কাছে অডিয়েন্সকে বিক্রি করা। বিজ্ঞাপন চালু হলে সামহোয়ারের ভূমিকাও একইরকম হবে। তখন কোনো কোনো ব্লগার হয়তো বিকল্প মিডিয়ার খোঁজে অন্যত্র চলে যাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.