আমাদের কথা খুঁজে নিন

   

জাকির নায়েক হাকিকত পোস্টের জবাব স্বরূপ পোষ্ট। কিছু কথা।

হে পোলাপাইন, তুমি এখন মানুস হইলা না। owo owo owo owo owo owo তুমি এখন মানুস হইলা না মাত্র দুইটা দিলাম জবাব দিলাম। উনি ৩ টা দেখাইছেন। আমি যেহেতু পেইড ব্লগার না এবং আমার আরও অনেক কাম আছে তাই আরও বেশি টাইম ব্যয় করে সেটা খুজতে গেলাম না। যাদের মাথায় বুদ্ধি আছে তারা এতেই বুঝবে আর যাদের ঘিলু থাকে হাঁটুতে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেও দেখবেনা।

কারন এতে তাদের ব্যাংক ব্যাল্যান্সে টান পড়ার সম্ভাবনা আছে। তবে চোখ বন্ধ করে থাকলে দুনিয়া থেমে থাকেনা। The word "Daha" has a couple meanings in Arabic: to even out, to roll, to spread/extend, cause to become egg shaped. Now, the "ha" suffix means "it". So when you say "Dahaha" it translates to a few things (depending on context): Rolled it out, expanded it, evened it out, or made egg-shaped. আরও অনেক জানতে এই লিঙ্কটা তাতে ক্লিক করুক। দাহাহা শব্দের অর্থ উট পাখির ডিম করলে কোরআনে বিকৃত হয় নাকি হয়না বিজ্ঞানের আলোকে। নেট ঘুরে দেখলাম ফেইথ ফ্রিডম বা উইকি ইসলাম বা আনসারিং ইসলাম নামক কিছু মিশনারি সাইট দাহাহা শব্দ টা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করতেছে।

তাদের চুলকানি আর আপনার চুলকানির ক্ষেত্রে স্বার্থ ভিন্ন হলেও চুলকানি দেখি নাস্তিক, মিসানারী আর পীর পন্থীদের হচ্ছে কারন টা কি? আর জাকির নায়ক নাকি বলছে তাকবির নিয়ে মনগড়া বা বানিয়ে বলছে কথা। হাদিস টা তুলে দিলাম। একদম রেফ পেজ সহ। তাকবির নিয়ে উনি জাস্ট একটা হাদসি দেখিয়েছে আরও যে হাদিস আছে ঐটা হয়ত উনার জানা নাই। 'Amr ibn Shu'aib reports from his father on the authority of his grandfather that the Prophet said : "There are seven takbeers in the first raka‘ah and five in the second raka‘ah of the prayer offered on the day of the breaking of the fast and then recitation of the Qur’aan after the additional takbeers". [Sunan Abu Dawud: (Eng.): vol. 1, p. 297, no. 1147. Refer to the Saheeh Sunan Aboo Daawood: vol. 1, p. 213, no. 1020.] পোস্টে অফ টপিক কমেন্ট করে ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা বা অহেতুক কেচাল করবেন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.