আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রীর গায়ে সিগারেটের ছ্যাঁকা!



সম্রাট নোপোলিয়ান বলেছিনে ‘‘আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব’’। আর তাই একটি শিতি মা দিতে হলে আগে দেশের মেয়েদের কে শিক্ষিত করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশের মেয়েরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়য়ে যায় তখন তারা তাদের শিা জীবন ভাল ভাবে শেষ করতে পারে না। পাড়ার কোন বকাটের যন্ত্রণায় সেই মেয়েটির আর স্কুলে যাওয়া হয় না। প্রায় সময় বখাটেদের উৎপাতে পড়া লেখা বন্ধ করে অনেক।

বাবা মা চায় না তর মেয়েটির জীবনে অনাকাংখিত কিছু ঘটুক। তা হলে যে সমাজে মুখ দেখাতে পারবে না পরিবারটি। আর তাই মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করা ছাড়া আর কোন উপায়ে তাকে না পরিবারে। সে রকমই একটি ঘটনা ঘটেছে সিদ্ধিরগঞ্জে বখাটে যুবক শাওনের কারণে ল²ী নারায়ণ কটন মিল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর (১২) শিা জীবন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর আগে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটে শাওন এবং তার দুই সহযোগী খোকন ও মামুন গত ৯ এপ্রিল স্কুল গেটে ওই ছাত্রীর শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়।

এলাকাবাসী শাওনের দুই সহযোগী বখাটে মামুন ও খোকনকে আটক করে সিদ্ধিগঞ্জ থানায় সোপর্দ করলে পুলিশ তাদের ৩৪ ধারায় মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠালেও পরদিন তারা জামিনে বেরিয়ে আসে। ১২ এপ্রিল শনিবার দুপুরে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা বখাটে শাওনের শাস্তির দাবিতে বিােভ মিছিল করেছে। পত্রিকার খবর অনুযায়ী স্কুলের প্রধান শিক জমির উদ্দিন জানান, শনিবার বিকেলে ঘটনার শিকার ছাত্রী এবং তার পিতা শুক্কুর আলীকেসহ তিনি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে ওসি সাখাওয়াত হোসেনকে ঘটনা জানান। রাত ৮টা পর্যন্ত ওই ছাত্রী এবং তার পিতা সিদ্ধিরগঞ্জ থানায় অবস্থান করছিলেন। প্রধান শিক থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পুলিশ ওই স্কুল ছাত্রী এবং তার পিতা শুক্কুরকে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বসিয়ে রেখেছে থানায়।

অথচ কোনো মামলা হয়নি। এভাবে যদি বখাটেরা একটি মেয়ের শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয় তাহলে কি করে একটি পরিবার তার মেয়েকে শিা প্রতিষ্ঠানে পাঠাবে। প্রশাসন অপারাধী ধরার পরও যদি জামিনে মুক্তি পায়, পুলিশ যদি মামল না নেয় তাহলে কি করে দেশে নারী নির্যাতন বন্ধ হবে? কি করে একটি মেয়ে শিতি হবে? আর মেয়ে যদি শিতি না হয় তাহলে আমাদের বাঙ্গালী জাতি তো শিক্ষিত হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.