আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের শ্রেণীকক্ষে ছাত্রীর বস্ত্র হরণ!

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী পূর্ণাঙ্গ স্কুল পোশাক পরে না আসায় শ্রেণীকক্ষেই ছাত্রীর বস্ত্র হরণ করেছেন শিক্ষিকা। শাস্তিদানের খারাপ নজির স্থাপন করে এই শিক্ষিকা খুলে নিয়েছেন ১৩ বছর বয়সী এই ছাত্রীর লেগিংস। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গাইঘাটায় গত বুধবার এ ঘটনাটি ঘটে। মেয়েটির শত অনুরোধ সত্ত্বেও কাপড় ফিরিয়ে দেননি তিনি। এমনকি স্কুল সময় শেষ হওয়ার পরও।

স্কুলের প্রধান শিক্ষকও ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দেননি। বিষয়টিকে তিনি ব্যাখ্যা করেছেন ‘সামান্য ঘটনা’ হিসেবে। বেরিগোপালপুর আদর্শ হাইস্কুলে পূর্ণাঙ্গ স্কুল পোশাক পরে আসাটা বাধ্যতামূলক। গত বুধবার সপ্তম শ্রেণীর তিনজন শিক্ষার্থী স্কুলে যায় পূর্ণাঙ্গ স্কুল পোশাক না পরেই। এদের মধ্যে ঘটনার শিকার হওয়া ছাত্রীটি তার স্কার্টের নিচে লেগিংস পরে এসেছিল।

যা ওই শিক্ষিকা পছন্দ করেননি। এবং ক্লাসের ছেলেমেয়ে সবার সামনেই তিনি সেটা খুলে নেন। এ ঘটনায় রাগে,-দুঃখে মুষড়ে পড়েছে ওই ছাত্রী। এখন পর্যন্ত সে বাড়ির বাইরে বের হচ্ছে না। ওই ছাত্রী টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘তিনি (শিক্ষিকা) যখন আমাকে বকাবকি করছিলেন, তখন আমি তাঁকে বুঝিয়ে বলেছিলাম।

কিন্তু তিনি খুবই রেগে গেলেন আর সবার সামনে আমার লেগিংস খুলে নিলেন। আমি লজ্জায় কেঁদে ফেলেছিলাম। তারপর তিনি আমাদের তিনজনকেই ক্লাসের বাইরে বের করে দেন। ক্লাস শেষ হওয়ার পর আমি তাঁকে কাপড়টা ফেরত দেওয়ার অনুরোধ করেছি। কিন্তু তিনি দেননি।

আমাকে সে অবস্থাতেই বাসায় আসতে হয়েছে। ’ গত শুক্রবার স্কুল কমিটির একটি সভায় সেই শিক্ষিকাকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। আর যদি দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.