আমাদের কথা খুঁজে নিন

   

ইতালীতে আমার প্রথম পা রাখা, কিছু ভাললাগা এবং কিছু খারাপ লাগা... (শেষ কথা)

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

কথাতো আর শেষ হবে না, এই ছোট্ট প্রবাস জীবনে অনেক হাসি কান্না দুঃখ কষ্ট আমার সঙ্গী হয়েছে। সোনার বাংলার হাজারো স্বৃতি আমাকে এখনো ভাবায়। বন্ধুদের নিয়ে যখন আড্ডায় মেতে উঠি তখনো সেই বাংলাকে নিয়েই আমাদের আড্ডা । মাঝে মাঝে মনে হয় আমরা সেই সোনার বাংলাতেই আছি আবার কখনো মনে হয় এ কোথায় এলাম এখানে কেন এলাম আর কত বছর থাকতে হবে এখানে আর তখনি মনটা খারাপ হয়ে যায়।

আজ শুনাবো আমাদের একটি আনন্দের কথা : সঠিক তারিখ মনে নেই তবে তখন গরম পরেছে মাত্র আমরা ক্রিকেট খেলা শুরু করছি এই মাঝে শুনতে পাই মিলনতে একটি টুর্নামেন্ট ছেড়েছে আমরা টিম রাখলাম প্রথম খেলা আগে আমাদের কিযে প্রস্তুতি আমাদের ভাল খেলতেই হবে তখন কার অনুভুতি ছিল আমরা যেন বাংলাদেশেই কোন ম্যাচ খেলবো । খেলার আগের দিন রাতে ঘুম হলোনা সকালে আমরা সবাই পিয়াচ্ছাতে (এলাকার কেন্দ্রীয় মাঠ) এলাম । সেখান থেকে ট্রেনে চড়ে মিলানোতে সেখান থেকে পাতাল ট্রেনে মাঠের কাছে গিয়ে নামলাম, এর মাঝে যে আমরা কত যে মজা করেছি বলে বুঝানো যাবে না। তার পরে খেলা শুরু হলো প্রথমে আমরা ব্যটিং করে ১৫৮ রান করেছিলাম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে পরে আমাদের বলারদের দুর্দান্ত বলিং এ টিকে ১২৯ রানে সবাই আউট যায় । সেদিনটি আমরা কিছুটা হলেও মজা করতে পেরেছিলাম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.