আমাদের কথা খুঁজে নিন

   

শাশ্বতর সাথে গতকালের কিছুক্ষণ

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

একটা জরুরী কাজে গতকাল কৌশিক বলল, শাশ্বতর জন্মতারিখ দরকার। আমি ওকে বললাম, ঠিক আছে জোগাড় করে দিচ্ছি। শাশ্বতর সাথে সরাসরি কথা বললাম, জেনে নিলাম ওর জন্ম তারিখ। আরো বেশকিছুক্ষণ কথা বললাম, ওর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে।

জানলাম, খুব একটা ভাল নয়। আরো জানলাম, শাশ্বত ১০ই জুন ভারত যাচ্ছে না। পরের দিন ১১ই জুন যাবে। সম্ভবতঃ কাগজপত্রের কোন জটিলতা আছে। একটা জিনিস আমি বুঝতে পারলাম, আগের চেয়ে শাশ্বতর কন্ঠ অনেক সজীব, অনেক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কারণ ও এখন সুস্থ্য হয়ে উঠার সপ্ন দেখছে। ওর চোখে এখন নতুন আলোর ঝিলিক দেয়। বাঁচার স্পৃহা জেগে উঠেছে। ও জানে আমরা ওর জন্য চেষ্টা করছি। ওর খুব ইচ্ছা ওকে নিয়ে আমাদের এই লেখালেখি গুলো ইন্টারনেটে দেখতে।

সামহোয়ার ইন ব্লগের কথা ও জানে। আমি ওকে বলি তুমি একটু সুস্থ্য হয়ে উঠো তখন সব দেখবে। ও বলে, হ্যাঁ আমি অবশ্যই দেখবো। শাশ্বত আমাকে বলে, "ভাইয়া, আমার খুব ঢাকায় যেতে ইচ্ছা করছে। আপনাদেরকে দেখতে ইচ্ছা করছে"।

শাশ্বতর এই কথায় আমার চোখে পানি চলে আসে। আমি আর কোন কথা বলতে পারিনা। কিন্তু শাশ্বত ওদিক থেকে কথা বলেই যাচ্ছে। ভাবলাম, আমরা কিইবা এমন করলাম যে, প্রায় আড়াইশ কিলোমিটার দুরে থাকা শাশ্বত ছুটে আসতে চায় আমাদের কাছে। কেনইবা তার মনের এত টান? আমি ওকে বলি, "হ্যাঁ তোমাকে ঢাকায় নিয়ে আসবো, এই তো আর কয়েকটা দিন"? শাশ্বত বলল, "সবাইকে আমার প্রাণাম পৌঁছে দিবেন"।

আরো বেশকিছুক্ষণ অন্যান্য বিষয় নিয়ে কথা বললাম, তারপর বিদাই নিলাম কারণ আর বেশীক্ষণ কথা বলা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। কারণ আমি এত টাচী কনভারসেশনে বেশীক্ষন থাকতে পারিনা। ওর সাথে আমার একটু বেশী সখ্যতা হয়ে গেছে মনে হয়, কারণ একসময়ে আমি ওদের এলাকার কাছাকাছিই থাকতাম। সেই সূত্র ধরে, ওর কথা বলতে অনেক কষ্ট হলেও আমি ফোন করলে ও কথা বলে, সাড়া দেয়। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, দেশে বিদেশে যারা আছেন আপনাদের সাহায্যের হাতটা প্রসারিত করুন।

আপনার চোখের বা মনের অগোচরে পকেট থেকে যে টাকা খরচ করেন নিতান্তই বাহুল্য বিনোদনের জন্য সেই সাহায্যটা অন্ততঃ ফেলে দিন সাহায্য ঝুলিতে। দেখবেন, হয়ত আপনাদের আর্শীবাদেই শাশ্বত আবার হাসবে, আবার দাঁড়াবে। তখন হয়ত আর বলবেনা, "ভাইয়া, আমি কথা বলতে পারি না, আমার কথা বলতে খুব কষ্ট হয়"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।