বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
কি যে ঝামেলার ভিতর দিয়ে আছি ঠিক বুঝাতে পারবো না। প্রচন্ড ঝামেলা। একদম গড়াগড়ি টাইপ।
এইদিকে ভাত রান্না করতে হইবেক। বুয়া ছুটি নিয়া গেছে বেড়াইতে।
এদিকে আমি আছি বিশাল ঝামেলাই। ভাত না আবার ঝাউ হৈয়া যায় সেই টেনশনে টেনশনিত হৈয়া গেছি।
তারপরেও সাহস কৈরা ভাত বসায় দিছি। মুহাহাহাহা দেখি কি হয়। মুরগীর মাংস আছে।
ভাত ভালা হৈলে জম্পেশ এক্টা খাওয়া হৈব।
অপরদিকে আরো এক্টা ঝামেলা হলো অ্যাসাইনমেন্ট। এক স্যার একটা বিষয় দিয়া বলছে গবেষণা ভিত্তিক অ্যাসাইনমেন্ট করতে হৈব। সেই সুযোগে এতো বেশি গবেষণা কর্ছি যে এখন আর তা লিখতে পার্ছি না। কোনটা রেখে কোনটা যে লিখব কিছুই বুঝতে পার্ছি না।
কালকে আবার অ্যাসাইনমেন্ট জমা দেয়ার লাস্ট ডেট।
সব ঝামেলার আমার উপর গড়াগড়ি কর্তাছে।
গানের কথা উল্টায় ফেলছি ক্ষোভে অভিমানে
আমি তো ঝামেলায় পড়িনি
ঝামেলা আমার উপ্রে পড়েছে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।