আমাদের কথা খুঁজে নিন

   

জলের জ্যামিতি (রি-পোস্ট)

Sad Cafe

জলের জ্যামিতি স্থিরজলে ভেসে আছে বিষন্ন জ্যামিতি - দ্যাখোনি চাঁদের স্ফুরণ এসে খুলে নিয়ে যাচ্ছে লুপ্ত মাছের ঝাঁক থেকে অন্তর্গত কিরিচের বিভা, তার উজ্জ্বল দেহত্বক থেকে খসে পরা আশ্চর্য হরফের রাশি। অস্পষ্টে জেগে ওঠা বায়ুঅঞ্চল আমি পুষে রাখছি তোমার জাগ্রত বর্শার ফলায় হরেক কৈবর্ত্যরীতি... গড়ে ওঠা সমস্ত ঢেউয়ের চুড়ায় শুনেছো কি উদগ্র কোন এক শিকারীর হাসি? যিনি খুব তৎপর জল থেকে তুলে আনছেন ছুরিকা | মৎস্যগন্ধ | প্রেম | আর বিশেষায়িত জীবিকারীতি। সেইখানে ভেঙ্গে পরা জলের জ্যামিতি দ্যাখো গড়ে উঠছে আবার; প্রথাবিপরীতে, লুপ্ত মাছেদের দেহপাশে তখন চিহ্নিত আঁশ- জলের শরীরে ফুটে ওঠা এক নিস্পন্দ নক্ষত্ররাশি। ------------------------- আন্দালীব ২০০৮, প্রথমার্ধ [আগে পোস্ট করা একটি লেখা - সম্ভবত: প্রথম পাতায় তখনো এ্যাক্সেস ছিলোনা]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।