আমাদের কথা খুঁজে নিন

   

আসুন এই ভাষার মাসে অন্তত বাংলা বর্ণমালায় বাংলা লিখি

সময় ২০১১ সালের ফেব্রুয়ারি মাস , কোন এক কারনে আমার মনে হল এখন থেকে আর বাংলিশে কিছু লিখব না । হাজার হোক এটা ভাষা আন্দোলনের মাস । মোবাইলে বাংলা লেখা সহজ ছিলো না । প্রথম দিকে এক লাইন লিখতে অনেক সময় লাগত । তবে সময়ের সাথে সাথে দ্রুত লিখা শিখে গেলাম ।

একমাসে ভালোমতই বাংলা লেখা শিখে গেলাম । তারপর আর কখনো ফেসবুকে বাংলিশ স্ট্যাটাস দেই নাই । অনেকে বলতেছেন আমরা এক মাসের বাঙ্গালী । অনেক অপমান ও করতেছেন । তাদের কে বলছি অন্তত একমাস বাংলা বলার এবং লেখার অভ্যাস করুন দেখবেন অভ্যাস টা থেকে যাবে ।

ভালো অভ্যাস করতে কোন ক্ষতি নেয় । আমাদের নিজস্ব বর্ণমালা থাকতে কেন আমরা রোমান হরফে বাংলা লিখব । আর যারা বাংলা লিখতে এবং দেখতে পারেন না অর্থাত্‍ আপনাদের মোবাইলে /পিসিতে বাংলা সাপোর্ট করে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন । আমরা আপনাকে সাহায্য করব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।