আমাদের কথা খুঁজে নিন

   

ফোনালাপ



- দেখেছিস - হ্যাঁ - এবার মনে হয় আমাদের জন্য কিছু একটা হবে। - আমার মনে হয় না। এর আগেও তো ছয়টার ঘোষণা হয়েছে, বাস্তবায়ন হয়নি। - গতকালের পত্রিকার খবরে আমি বিশ্বাস করতে শুরু করেছি। আর হয়তো বঞ্চিত হবো না।

- স্বপ্ন দেখতে থাকো। - কেন তুই পত্রিকার রিপোর্টগুলো পড়িসনি। - না। প্রয়োজন মনে হয়নি। - শোন, সপ্তম হলো সৌভাগ্যের প্রতীক।

লাকি সেভেন। এবারেরটা সফল হতে পারে। - তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছেনা। তোর ইমোশন তুলনামূলক বেশি। - ম্বপ্ন দেখা ছাড়া আমার কিইবা করার আছে? চমৎকার অফিস আর হেভি ভাবসাব দেখে ২০০৬ এর ফেব্রুয়ারিতে সাব-এডিটর হিসেবে ৬০০০টাকা বেতনে জয়েন করলাম।

বলেছিল ৬ মাস পর ওয়েজবোর্ডে বেতন পাবো। পত্রিকাটায় নানান টানাপোড়েন চললো। সবাই আশ্বাস দিয়েই ক্ষ্যন্ত। আমি কিছুই পেলামনা। না ওয়েজবোর্ড না অন্যকিছু্ এই ২৬ মে ২০০৮ তারিখেও আমার বেতন সেই ৬০০০ এ স্থির থাকলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।