আমাদের কথা খুঁজে নিন

   

নিলীমার নিঃসঙ্গ পর্যটক

কোন কোন ভালবাসা এক একটা কবিতার বেদনা নিয়ে ফোটে, কিছু কিছু প্রেম এক একটা হেমন্তের বিষন্ন মায়ায় মিলিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন এক একটি সূর্যের মত আকাশ দাপিয়ে, কোন কোন জন্ম, এক একটি তারার মত আলগোছে খসে পড়ে। প্রতিটি নারীর সুরভিত উপত্যকায় কিছু কিছু মায়াবী নদী বয়ে চলে, যার খোঁজে কিছু পুরুষ বনে যায় নিলীমার নিঃসঙ্গ পর্যটক। মহাজাগতিক নক্ষত্র চুল্লীতে অনন্ত ফিউশন পোড়া ছাই মেখে, মৃত্তিকার অবয়বেরা গড়ে তোলে চলমান অনুভূতি আর সবুজ প্রজ্ঞা। অস্তিত্বের মৌলিক সমীকরণ আর পদার্থবিদ্যার অলঙ্ঘনীয় শৃঙ্খল ছাপিয়ে;- ভৌগোলিক জলধারাগুলো নদী হয়ে ছাপিয়ে যায় দুকূল, যার বুক বেয়ে, নবমীর চাঁদে ভেলা ভেসে চলে বেহুলা, অরফিয়াসের বাঁশিতে সুর বাঁধে কিছু ডানাভাঙ্গা প্রজাপতি। জীবন বদলের সুনীল আকাঙ্খা থেকে জল ঝরে ঝরে, যে জীবনগুলো একদিন মরুভুমি হয়ে যায়, সেই শুষ্ক প্রান্তরেও ফুল ফুটিয়ে চলে কিছু বোকা ক্যাকটাস ! মেঘের ডাকে সাড়া দিয়ে জলছরি দ্বীপে;- বাসনারা বনভোজনের আসর বসায়,জমানো অন্ধকারগুলো পুড়িয়ে তামাদি কামনারা মেলে ধরে অনির্বান আকুতি, মৃদুমন্দ পতনের মুর্ছনায় উদ্ভাসিত হয় এই অলৌকিক বেঁচে থাকার পবিত্র হাহাকার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।