আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশ এবং খাবারের খোঁজে........



জংগলে থাকলে হয়ত প্রাকৃতিক ভাবে বেচে থাকা যায় জংগোলের নিয়মে.... হয় মার নয় মর.......খুঁজে ফল খাও বা শিকার কর বা শিকারে পরিনত হও..... বেশ সহজ সমাধান....... কিন্তু কংক্রীটের জংগোলে থাকলে সবুজ নোট লাল নোটেট সমাহার ছাড়া বাচা মনে হয় যায় না.... আরও পেজগী লাগে যখন তথা কথিতো শিক্ষিত হয়ে পড়ে থাকলে......দ্বিধা ছেড়ে রিক্সাচালানো যায় না ...... আর পেটের মাঝে ক্ষুধা চি চি ডাক পাড়ে......... ধীরে ধীরে অনূভুতি শূন্য মানুষে পরিনতি হচ্ছি........আবেগ নেই......ভালোবাসা ঘৃণা কিছুই নেই.......আছে শুধু ক্ষুধা......শুধু পেটের ক্ষুধা নয় .... নতুন উপসর্গ মনের ক্ষুধা..... মনের ক্ষুধা না বলে লোভী বলাটা মনে হয় বেশী যুক্তি যুক্ত........ সব কিছু আমার হতে হবে......... আয়নায় নিজের চেহারা দেখলে এক ঝলকে মনে হয় ঠিক মতো লোভী হতে পারছি তো.....মুখোশ টা খসে পড়বে না তো........ শক্ত করে মুখোশ এঁটে আবার বেড়িয়ে পড়ি খাবারের খোঁজে........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।