আমাদের কথা খুঁজে নিন

   

ইমিগ্রেশন সার্ভিস



আমি যখন প্রথম দেশের বাইরে যাই আমাদের ইমিগ্রেশন সার্ভিস নিয়ে আমার মধ্যে কোনো রকম উদ্বেগ বা চিন্তা ভাবনা আসেনি। সমস্যা হয় যখন অন্য দেশের ইমিগ্রেশনের দক্ষ ব্যবস্হাপনা দেখে। আমার মনে হয় কমবেশী অনেকেরই আমাদের দেশের ইমিগ্রেশন ব্যবস্হা নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে। ব্যক্তিগত ভাবে আমারই আছে। আমাদের দেশের ইমিগ্রশন সার্ভিস দিয়ে থাকে পুলিশের বাহিনীর সদস্য (সাব ইন্সপেক্টর)দ্বারা।

যারা পুলিশ এর বিভিন্ন শাখা থেকে কিছু দিনের জন্য আসে । তারপর আবার বদলী হয়ে যায় সেসব বিভাগে। বিদেশের ইমিগ্রেশন বিভাগও পুলিশ কতৃক সার্ভিস দেয়া হলেও তাদের ব্যবস্হাপনা সম্পূর্ন ভিন্ন। উর্ধ্বতন থকে অধ:স্তন সবাই বিশেষ ট্রনিং নিয়ে আধুনিক মানের সেবা দিয়ে থাকে। উন্নত দেশ গুলি কি যে দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ার করে তা অনেকেরই জানা।

তাদের সৌহার্দপূর্ন আচরণ , অভ্যর্থনা, চমৎকার ভাষাগত দক্ষতা ,তুখোড় ইংরেজী জ্ঞান দৃষ্টি কাড়ে। আমাদের দেশের পর্যটন শিল্পের বিকাশে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য এই দিকটার দিকে মনে হয় নজর দেয়া দরকার কারণ, একটি দেশে নেমেই একজন পর্যটক,বিনিয়োগকারী সবার আগে সে দেশের ইমিগ্রেশন বিভাগ কে দেখতে পায় । প্রশিক্ষনের মাধম্যে তাদেরকে সত্যিকারের সেবাদানকারী ইমিগ্রেশন বিভাগ করে যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।