আমাদের কথা খুঁজে নিন

   

নিযামীর নতুন গাদ্দারী



স্বাধীনতায় নিযামীদের ভূমিকা কি ছিল তা আর কাউকে নতুনকরে জানানোর দরকার নাই। যদিও পুরোপুরি আমি বিশ্বাস করতাম না! তাদের চেহারা দেখে! গতকাল চোখটা আমার খুলে গেছে। যখন নিযামীর সংবাদ সম্মেলনে তার কণ্ঠে দাবি ওঠে হাসিনার মুক্তি! ২৮ অক্টোবরের স্মৃতিকি ভুলে গেলো? এর আগের স্মৃতি না হয় অনেক দূরের! সেইসব শহীদ(নিযামীদের ভাষায়)দের আত্মাকি এতে কেঁদে ওঠেনি, যে আমাদের রক্তের বিনিময়ে আজ যে নিযামীরা গাড়ি হাকান জাতীয় পতাকা লাগিয়ে, কেমনকরে সে সেইসব খুনীদের মক্তি চাইলো। হায়রে আজব উদারতা! হায়রে রাজনীতি! সেইসব শহীদরে মা দের কাছে নিযামীর এই দাবি কেমন লেগেছে আমি জানি না। তবে ভিডিও ফুটেজ দেখে আমার চোখে পানি এসেছিল, আর আজ আসছে ক্রোধের আগুন! আর কতকাল এরা মানুষকে ধোঁকা দেবে? নিজের সন্তানদের? আমি নিযামীর কাছে জানতে চাই যদি শহীদ মুজাহিদের পরিবর্তে আপনার ছেলে তালহা সেদিন শহীদ হতো পারতেনকি মুক্তি চাইতে (আপনাদের ভাষায়খুনি) হাসিনার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।