আমাদের কথা খুঁজে নিন

   

জোছনা এখনও আমাদের বড় প্রিয় (ফিরে আসুন বইপাগলভাই এবং চতুরভূজ)

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

আমাদের এই সামহয়ারে এক সময়ের ব্লগার বই পাগল ও চতুরভুজ ভালই লিখতেন। কিন্তু কিছু শয়তানের বাজে কমেন্টে আত্ব মর্যাদাবোধ নিয়েই চলে গেলেন ব্লগ থেকে। তাই বলি ফিরে আয় বই পাগল আর চতুরভূজ। পৃথিবীর মানুষ কি পন করেছে? তারা যেন চলবে তাদের নিজস্ব নিয়মে? যারা যুদ্ধ করবে তারা রক্ত নিয়ে খেলবে শুধু আর যারা শান্তির কথা ভাববে তারা শুধু নিরবে আড়াল নিয়ে থাকছেন যে যার মত থাকবে- এটাই এখন পৃথিবীর মানুষদের ইচ্ছা।

কারও কাল পতাকা আমরা আজ দেখিনা সহ্য হয়ে গেছে রক্তমাখা লাল শার্ট দেয়ালে বাধা পড়ে এখন শান্তির সব বানী। একদল মানুষ এখন অন্ধের মত পথ চলছে আর একদল মানুষ তাদের অনুসরন করেছে কোথাও এক ফোঁটা শান্তি থাকবেনা যখন উত্তপ্ত সীসা আর ভারি বুট কেড়ে নেবে সব। মানুষ কতকাল যে অপ্ষায় থাকবে একটু রোদেল সকাল আর মৃদু বাতাসের জন্য চারদিকে এখন মেঘলা সন্ধ্যা অন্ধকার ঢেকে ফেলতে চাইছে- ভালবাসা, জীবন আর শব্দ। যদি জানা যেত কেন মানুষ এমন বদলে যায় তামাটে করে ফেলে মাটি? কেন ফসলের নীল ক্ষেত তছনছ করে- খুব অল্প দামে কেন বিক্রী হয় মানুষের লাল রক্ত? মানবতা কি আজ শকুনের হাতের খেলনা? এখনি সময় একত্ব বদ্ধ হবার, সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে জোছনা এখনও আমাদের বড় প্রিয়। কবিতাটি চতুরভূজের লিখা যখন বইপাগল চলে যায়।

তখন তিনি এই পোষ্ট দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।