আমাদের কথা খুঁজে নিন

   

জোছনা

মিথ্যেবাদী নই, প্রেমিক আমি ! জোছনা কি কবিতার প্রহর ? হয়তবা; নইলে মেঘের আড়াল থেকে আধখানা চাঁদ উঁকি দিলেই কেন বসে যাই কলম নিয়ে? আর হটাৎ কোত্থেকে যেন কিছু সাদা কাগজ উড়ে আসে আমি তন্ময় হয়ে দেখি, কাত আনায়াসে সাদা কাগজগুলো বাহারি অক্ষরে ভরে যায় । সেই অক্ষরের মাঝে লুকিয়ে থাকে কাত সুখ-দুঃখ, আশা–নিরাশা আর উত্থান পতনের স্তুতি । কেন লিখি? ছেড়েই দিতাম.... অনেকেই তো ছেড়ে দেয়, জাগতিক জীবন অবিরাম ডাকছে আমিও হয়ত সাড়া দিতাম, যদিনা মরমী জোছনার রূপ এতোটা মোহনীয় হয়ে উঠত ! যদিনা আমি দেখতে পেতাম রাতের নিদারুন মর্মব্যাথা ! পারিনা ছাড়তে কারন- ঘর ছেড়ে পালাতে পারিনা তাই তো পদ্যের মাঝে খুজে পাই আমার সর্গ, আমার সুখ । কেন লিখি? বৃথাই লিখি… আমার কবিতা কি পারবে জোছনার রুপের তুলনা দিতে? জোছনা তো নিজেই জলজ্যান্ত কবিতা, তার কাছে সবই মূল্যহীন । এমন রাতে অনন্ত যৌবনা ধরণী- তার গোপন সৌন্দর্য উন্মুক্ত করে । প্রকৃতি সাজিয়ে বসে রুপের সমাহার- গাছের পাতায়, ঘাসের ডগায় পিচ ঢালা রাস্তায়, বাড়ির ছাঁদে পাখির ডানায়, ফুলের পাপড়িতে প্রকৃতির পরতে পরতে সর্বত্রই জোছনার কি অপরুপ কবিতা । কেউ পারবে এর চেয়ে ভাল কিছু লিখতে? আধার পৃথিবীতে জোছনা মানেই অসীমের কাছে সীমার পরাজয় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।