আমাদের কথা খুঁজে নিন

   

ভাইগো আমগো একটু শান্তি দে

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

কাওয়ার কাকা, ছাগলের ভ্যা ভ্যা আবার শুরু হইয়া গেছে। কুরবানীতো অনেক দূরে। কিছুদিন খুবই শান্তিতে থাকে। তারপর আবার যেন পল্টনের ময়দান,একজন আরেক জনরে চুলকানি। ধর্মত্বের চুলকানি,রাজত্বের চুলকানি,রাজাকারের চুলকানি,ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের মুখের চুলকানি,নিজের বড়ত্ব প্রকাশের চুলকানি।

আর এর মাঝে আমরা নাখান্দা, হরিসূদন,আব্দুল ,লা ওয়ারিশ মফিজ এই চুলকানির ভিতরে মলম খুঁইজা মরি। এই মলম কোথাও পাইনা। তাই,আমগো বাড়ে তড়পরানি। এই জ্বালায় একটু শান্তি দিবার পারে- নির্বাসিত আর আব্দুর রাজ্জাক শিপনের কোনো ধারাবাহিক মেহরাব শাহরিয়ার,ফারহান দাউদ,মানুষ,বিবর্তনবাদী,নাদান,সামীর সুন্দর গদ্য তীরন্দাজ,ভূতের আড্ডা,(অ)গাণিতিকের মন ভরানো গল্প সুনীল সমূদ্র ,কালপুরুষের কবিতা, বিহংগের সুন্দর মোরাল গল্প মিরাজ ,রাগীব, আরিফ জেবতিকের চিন্তাশীল পোস্ট রাত মজুর, মোস্তাকীম রাহির ভিন্নদেশী গল্প এরশাদ বাদশার সরল পাঠের গল্প,আহমদ শারফুদ্দীনের বাবার স্মৃতিচারন । শুধু শুধু চুলকানি বাদ দিয়া এই রকমের আরো কিছু ব্লগারের লিখা পাইলে সারাদিন রাইত ব্লগে পইড়া থাকনের একটু সদগতি হয়।

এবার আমার পিঠ চুলকাইতে আইয়া পড়ো ,সব সেয়ানা পোলাপাইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।