আমাদের কথা খুঁজে নিন

   

ভাইগো শীত আয়া পড়ছে!!

সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি শীত আয়া পড়ছে। অহনও কেউ ডাইক্কা পিডা-মিডা ও খাওয়াইলো না...গাছেত্তে পাইড়া খেজুরের রস ও খাওাইলো না । কি আর করবাম ... এইতাও যদি আইজকাইল কিন্না খাউন লাগে ... !!! আগে দুবাখলা মুড়ো গুডা পিডা আর চিত্তা পিডা বেচতো রাস্তার কিনারও। অনেক বছর এইডারেও দেহি না। খাইবার ইচ্ছা করতাছে। ডিসেম্বর মাসের ১৫ তারিখ বাইত্তে জায়াম দাদীর হাতের পিডা খাইবার লাগি... ব্লগার হগলতে কইলাম, আউন যে...পিডা খাওয়াইয়াম নে আর কেউ যাওনের বাউ না বুজলে আওয়াজ দেইন যে। কইয়া দিমুনে কিবা যাইবাইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।