আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে এড়িয়ে চলি, তবু.....

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তোমাকে এড়িয়ে চলি, তবু..... শাফিক আফতাব কতবার এড়িয়ে চললাম তোমাকে__তোমার সাথে আর কথা নয় দেখা নয়__আর নয় কোনো সংলাপ তবু বেদনাবিধুর আমি হয়ে যাই নিজে। তবু তোমাকে আনমনে দেই গেলাপ তবু তোমার সাথে নির্জনে সংগোপণে ঘটে শুভ পরিণয়।

পাশফিরে শুই__ তোমার দিকে মুখ করে শুবো না__এমনকি তোমার বাড়ির দিকে মুখ করে আর আর ছিটাবোনা শস্যদানা তবু নির্জনে রাতের আঁধারে তোমার সাথে আমার হয় মাখামাখি তুমি কাছে এলে কখন যে জড়াই, মনে হয় আমি হয়েছি দিনকানা। এভাবে যে কতবার তোমাকে মন থেকে ডিভোর্স দিলাম তার হিসেব নেই__তবু কখন যে তোমাকে জড়াই__চরাই উৎরাই পেরিয়ে তোমাকে আবার নিবিড় করে তুলি, তুলি নৌকোর বাদাম কখন যে তোমার সু্বাসে মুখরিত হয়েছি__ধরেছি জড়িয়ে। তোমাকে এড়িয়ে চলি__তবু তুমি জড়িয়ে যাও রক্তে চেতনায় বোধে তোমার সাথে আমার আগের মতোন ভালোবাসা হয় শনি-সোম-বুধে। ০৯.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.