আমাদের কথা খুঁজে নিন

   

কিছু প্রশ্ন........এবং কিছু বিশ্লেষণ.... অতঃপর একটি অনুরোধ - কোন ক্ষুদ্র প্রয়াসই যাতে পিছিয়ে না যায় ...

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

পূর্ববতী পোস্ট : Click This Link যতদূর জানলাম, শাইহান মোরশেদ এর প্রধান চিকিৎসা সিঙ্গাপুর থেকে করিয়ে আনা হয়েছে। এখন বাংলাদেশেই টানা বছরখানেক বা তারও বেশী তার চিকিৎসা চালিয়ে গেলে সে সুস্থ হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে । এ পর্যন্ত কম-বেশী ৪০ লাখ টাকা খরচ হয়ে গেছে , যার একটা ভাল অংক যোগাড় করা হয়েছে AIUB থেকেই । আমার গত পোস্টটির উদ্দেশ্য হয়ত অনেকের কাছেই পরিস্কার হয়নি। কারণ, অনেকেই ৮০ লাখ কিনবা ৪ কোটি দেখে আগে থেকেই হতাশ হয়ে যাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন; হয়ত ক্যালকুলেটর হাতে গম্ভীর হয়েও যাচ্ছেন।

আবার কেউ কেউ বিশেষজ্ঞের মত আগেই বলে দিচ্ছেন , এরকম রোগী ভাল হয়না । তাদের কাছে বিনীত প্রশ্ন, তাহলে এখন কি করা উচিৎ ????? এই শাইহান তাদের পরিবারের একজন হলে এই রকম সত্যি (!!! ???) কথাগুলো জেনেও তারা কি হাত-পা গুটিয়ে বসে থাকতেন ??? অবশ্য এটাও ঠিক অন্যের ভাল-মন্দগুলো আমরা দূর থেকে খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করতে পারি, এবং অনেক বেশী অভিজ্ঞ, বিশেষজ্ঞ হয়ে উঠতে পারি নিমিষেই । এই সত্যটি আমি কিছু চিত্র-বিচিত্র অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম একসময় । আমিও হয়ত এরকমই করি অজান্তে, তবে অবশ্যই জ্ঞাতসারে চেষ্টা করি ঘটনার মমার্থ বোঝার । একটা উদাহরণ টানতেই হলো ।

বেশ কিছুদিন হলো এক সহকর্মীর উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে । সংসারে অনেক ব্যস্ততা । তার শুশুর অসুস্থ, ক্যান্সার । প্রতি মাসে দু'বার থেরাপি দিতে হয় । তাতেই মাসে লাখ চারেক চলে যাচ্ছে ।

এখানে আমার খুব বিশেষজ্ঞ হয়ে উঠতে ইচ্ছা করে । সহকর্মীর শুশুর মানে হলো, একজন বয়স্ক ব্যক্তি, যিনি পৃথিবীর অনেক কিছুই দেখেছেন এখন পর্যন্ত এবং ক্যান্সার না হলেও এমনিতেই তিনি জীবন সায়াহ্নে অবস্থান করছেন । তার পিছনে মাসে এই লাখ লাখ টাকা খরচের কি মানে ??? এই টাকা সঞ্চয়ে রাখলে তার পরিবারের ভবিষ্যৎ কি অনেক সুন্দর হতো না ??? এক ব্লগ পোস্ট দিয়েই ৮০ লাখ কিনবা ৪ কোটি টাকা যোগাড় হয়ে যাবে ভেবে এই পোস্ট দেয়া হয়নি । এখানে সবার দরজায় একটা টোকা দেয়া হয়েছে , শুধু একটা হৃদয়বিদারক ঘটনা জানানোর জন্য। সবারই ব্যক্তিগত জীবনে সুবিধা-অসুবিধা থাকে, সামর্থ্যেরও ব্যাপার আছে ।

এইসব আগাপাশতলা ভেবেই কেউ যদি একটু এগিয়ে আসে । কিনবা এখানে হয়ত অনেকেরই অনেক ধরনের পরিচিতি আছে, সেখান থেকে হয়ত আরো ভাল কোন সমাধান বের হয়ে আসতে পারে । এই মুহূর্তে আমার আবারও একটু গুরুগম্ভীর হয়ে উঠতে ইচ্ছা করে । আমরা মানুষ, এটা যেমন আমাদের মনের উদারতাগুলো অনুভব করতে শেখায়, তেমনি আমরা মানুষ, তা মাঝে মাঝে আমাদের ভাবনাচিন্তার সীমাবদ্ধতাগুলো চরমভাবে উপলব্ধি করতে শেখায়। আমি নিজেও যে বিশাল অংকের কোন সাহায্য প্রদান করেছি তা কিন্তু নয়, খুবই সামান্য সহযোগীতা আমার ।

সামর্থ্যের মধ্যে সাহায্য করেছি তা বলবনা, হয়ত সামর্থ্যের মধ্যে থেকেও আরো খানিকটা সাহায্য করা যেতে পারত । আমার সহকর্মী অনেক চেষ্টা করে যতটুকু ফান্ড যোগাড় করে আমাকে দিয়েছে, গুনে দেখলাম সেটার পরিমানও খুব বেশী নয় । তারপরও , পরিমাণ যত অল্পই হোক আমার সহকর্মী সেটাই গ্রহণ করেছে । কারণ, সকলের সম্মিলিত অংশগ্রহণও জরুরী । পরিশেষে, অনেকেই গত পোস্টে অনেক উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন; আশা করি যে যার মত করে এই প্রতিশ্রুতিগুলো রাখবেন।

সেই সাথে আশেপাশের মানুষদেরও এই ব্যাপারে জানাবেন । বর্তমানে প্রতিদিনই চিকিৎসা সংক্রান্ত নানা খরচ যাচ্ছে, তাই অর্থের নিরবিচ্ছিন্ন প্রবাহ বেশ জরুরী । কোন সম্ভাব্য ক্ষুদ্র প্রয়াসই যাতে পিছিয়ে না যায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।