আমাদের কথা খুঁজে নিন

   

ভাসমানরা কিন্তু মানুষ ওদেরকে ভুলবেন না প্লিজ!



মুখ ভর্তি দাড়ি শুধু তাই নয় মুখে ভরা বিরানিও তবে মনে মনে ভাবছেন তাতে কি হয়েছে? কিছু একটাতো হয়েছেই । এই জন্য এ লেখা। যে ব্যাক্তটি বিরানি খাচ্ছে গপ- গপ করে সেটা কোথায় বসে জানেন না বলেই এমনটা ভেবেছেন । মুখে দাড়ি ভরা লোকটি আসলে এক শ্রেণীর মানুষ এর বাদ দেয়া খাবার খাচ্ছিল । তার খাওয়া দেখে মনে হবে পৃথিবীর সব সুখ এই ফেলে দেওয়া খাবারের মধ্যে ।

এদের খোঁজ পাবার জন্য আপনাকে মহা কষ্ট করার প্রয়োজন তো পড়বেই না । বরং বাংলাদেশের মতো দেশে এদের দেখা পাওয়া যায় পথে ঘাটে । এই ধরুন রাস্তার ওপর পড়ে আছে যে মানুষটি সে -ই হল আসলে ভাসমান মানুষ । তাদের যে কত কষ্ট তা মুখে বলার নয় । সুতরাং আজ হতে একটু ভাবুন ওদের জন্য যারা আবর্জনার মতই ফেলানো থাকে রাস্তার ধারে অথবা রেলস্টেশান চত্তরে ! যাদের সংখ্যাটাও বেশ ।

অনেক মানবাধিকার সংস্থা বলছে এদের সংখ্যা কয়েক কোটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.