আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন আশীর্বাদের মোড়কে বিড়ম্বনা!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া কোন কিছু ভাবাই যায়না! প্রথম যখন এদেশে মোবাইল ফোনের সূচনা হয়, তখন ছিল ইটের মত সাইজ, একন উন্নতির ক্রমধারায় এটা এসেছে এখন মুঠোর মাঝে, তাইতো এখন এটা মুঠো ফোনও বলা হয়! এই মুঠো ফোনেই এখন চলছে আমাদের এই এক ঘেয়ে এই যান্ত্রিক জীবন! এটা এখন এতোই সহজজলভ্য হয়েছে যে রক্সাওয়ালা থেকে ফকিরের কাছেও এই মুঠোফোন পাওয়া যায়। ফলে মুঠোফোনের অনৈতিক ব্যবহার বেড়ে গিয়েছে। সবচেয়ে বেশী এই মুঠোফোন হয়রানীর শিকার হচ্ছে মেয়েরা। হয়তো টাকা লোড করতে গিয়ে তার মোবাইল নাম্বারটি চলে যাচ্ছে অন্যের হাতে, হচ্ছে সে নোংরা ফোনকল/এসএমএস-র শিকার। এটাও এখন মহামারী হিসাবে আস্তে আস্তে চলে আসছে! এরজন্য দায়ী আমাদের ফ্রী এসএমএস সুবিধা, কিছু নোংরা নাটক! আবার দায়ী কিছু মোবাইল অপারেটরদের অন্যান্য সার্ভিস! জিপি-র কথায় ধরুন, তারা যে উদ্দেশ্যে Pay for me সার্ভিস শুরু করেছিল এটা কি আদৌ ঐভাবে ব্যবহার হচ্ছে? এই সার্ভিস অচিরেই বন্ধ করা উচিত, কারন যার মোবাইল আছে, তার কল করার মত সামর্থ্য আছে, আর এখন সবখানেই ব্যালান্স লোডের সুযোগ আছে, এই আজাইরা সার্ভিস এখনি বন্ধ করা দরকার। আমি একজন ছেলে হয়েও এর অপব্যবহারের শিকার। আমাকে একটা নাম্বার থেকে (ধরুন আমার নাম্বার 01xxxxx588 আর ঐ নাম্বার হল 01xxxxx488 মানে শেষের ডিজিটে একটা সংখ্যার পরিবর্তন) অনবরত Pay for me দিয়ে কল দেয়, ফোন করে বললাম ভাই আপনিও ছেলে আমিও ছেলে কল দিয়ে এভাবে বিরক্ত করেন কেন, আমি মেয়ে হলে না হয় একটা কথা ছিল! তার কথা এটা তার ইচ্ছা!!!বলুন কি সুমহান তার ইচ্ছা?? এই আধূনিক সভ্যতার এই মহান আবিষ্কার যা আপনার প্রিয়জনকে রাখছে একেবারে কাছেই, কিন্তু এই অপব্যবহার এই মুঠোফোনকে করছে কলুযিত! আজকে এই লেখাটা পড়ে এই সম্পর্কে লিখতে ইচ্ছা হল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.