আমাদের কথা খুঁজে নিন

   

একখান সত্যিকার জোকস

সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

আমি থাকি চীনের একটি শহরে। এখন মোটামুটি কিছু কইতে পারি। এখানে চীনা ভাষা টুকটাক না জাইনা গাইড ছাড়া চলা মানে হইতাছে মুখাভিনয়ে ডক্টরেট করা আর মাথার চুল ছিড়া। তা আমার আশার ৮ মাস পরে এক পাকিস্তানি ভোকচোদ আইল। ওই ব্যাটা আবার খালি কিছু কিওয়ার্ডস জানে কিন্তু পুরা লাইন বানাইয়া কইতে পারেনা।

তো একদিন তিনি গেলেন মুরগির মাংস কিনতে। তিনি জানেন নিউরো(গরুরু মাংস), জুরো/দারো(পর্ক), জিদান(মুরগির ডিম) কিন্তু মুরগির মাংস যে 'জিরো' এটা গেছেন ভুইলা। যাইয়া দেখেন খালি জুরো আর জুরো কিন্তু মুরগির মাংস নাই। এখন কি করা? কারোরে কিছু জিগাইতেও পারতাছেনা কারন ওই ১টা লাইন বানাইয়া জিগানো তার সাধ্যে নাই। অনেক খুজাখুজির পর তিনি অনেক মুরগির ডিম দেখিতে পাইলেন আর সাথে সাথে উনার মাথায় এক বুদ্ধি খুলিয়া গেল।

তিনি ডিমের কাছে যাইয়া ডিম দেখাইয়া সেলস গার্লরে জিগাইতে লাগলেন 'মামা নালি?' 'মামা নালি?' [মা কোথায় অর্থাত ডিমের মা কোথায়? শুদ্ধ চাইনিজ হইবে 'মামা জাই নালি?'] এখনো তারে দেখলে হাসি আর কই 'মামা নালি?' লেখাটি একইসাথে 'আমার ব্লগ' এ ও প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।