আমাদের কথা খুঁজে নিন

   

এটিম - তোমাদের বুদ্ধি হাঁটুতে ঠেকতেছে কেন?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমি তো দেখি নাই কোন লেখক সত্যিকার অর্থে বিরক্তি বা ক্ষোভ প্রকাশ করেছে। মিরাজ বিব্রত হয়েছে মাত্র, আর বাকীরা শুভ পরামর্শই দিয়েছে এবং বলেছে আগেভাগে কি করলে জিনিসটা আরো সুন্দর হতো। তোমাদের শত্রু নিঃসন্দেহে ধর্মবাজরাই মানে যুদ্ধাপরাধীদের দোসর। তারা ইস্যুটাকে ঘোলা করছে মাত্র। মিরাজের বিব্রত হবার যথেস্ট কারণ আছে, যেহেতু আমার মনে হলো সে হাসিব সন্বন্ধে ভাল ধারণা পোষণ করে না, অথবা হাসিবেরও তার সন্বন্ধে একটা ব্যক্তিগত জটিলতা রয়েছে।

এছাড়া কিন্তু মিরাজ যথেস্ট আস্থাও প্রকাশ করেছে বোঘদাদীর উপরে। সুতরাং মিরাজের সাথে বিষয়টা তোমাদের একটা ভিন্ন বিব্রতকর অবস্থা, যা সামাল দেয়াটা কোন কঠিন কিছু না। কিন্তু বাকী যে চুতিয়া এত তেনা পেচাইতেছে সে তো নিঃসন্দেহে তোমাদের ইমেজ নষ্ট করায় রত - এই বিষয়গুলো নিয়া জবাবদিহিতার কিছু দেখি না, ঐ সালাকে আগে যেমন বাশ দিছো এখনও তেমনই দিতে থাকো। তোমরা ডেফিনিটলী একটা ভাল কাজ করেছো, ভবিষ্যতে আরো করবা। এতে ই-প্রকাশনা মোটেও বিতর্কিত হয় নাই; বরঞ্চ এমন চমৎকার কাজ করায় এ-টীম প্রতিটা ব্লগারের আস্থা অর্জন করেছে - যারা যুদ্ধ করে তারা গড়তে জানে এটাই প্রতীয়মান হয়েছে।

হতাশ বা কৈফয়তের কিছু নাই - যা করেছো অলরেডি মাইলফলক হয়ে গেছে। হ্যাটস টু ইউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।