আমাদের কথা খুঁজে নিন

   

ভিভা এটিম!



আমার আর নতুন কইরা কিছু কওয়ার নাই। যা কওয়ার বোধিসত্ত,কামাল ভাই,আইজুদ্দিন বস, হোসেইন আর গ্রেট পিয়াল ভাই বইয়া দিছে। এটিমের জন্ম হইছে অর্গানিক প্রক্রিয়াতে। রাজাকার, ড়াজাকার আর মৌলিক ছাগুরামগো কীর্তিকলাপই এটিমের উদ্যোক্তাগো সংগঠিত হইতে বাধ্য করছে। এটিমের প্রায় সবাই সামুব্লগের জন্ম থিকা সক্রিয় ছিল ড়াজাকারগো বিরুদ্ধে।

অন্তত বছরের উপর সময় ধইরা ভদ্রভাবে যুক্তি দিয়া কথা বলা হইছে। ব্লগে প্রথম গালিটা দিছিল ড়াজাকাররা। সেইটারে ভদ্রভাষাতে প্রতিরোধ করা হইছে। তারা তারপর তাগো বাপেগো ফর্মে ত্যানা প‌্যাচাইছে। একেবারে ২০০৭ সালের প্রথম তিনচাইর মাস পর্যন্ত চেষ্টা করা হইছে সুস্থভাবে যুক্তিতর্ক করার।

কাজ হওয়া দূরে থাক লাদির গন্ধে ব্লগে তখন নাক ঢুকানো যাইতো না। পদে পদে সেই সময় ড়াজাকারগুলি ব্যক্তিগত আক্রমণ করতো। জবাবে স্যাটায়ারের মতো স্বীকৃত ভদ্র প্রতিরোধের বাইরে অনেকদিন কিছু বলা হয় নাই। তারপর পরিস্থিতি চরমে উঠলো। সামু ব্লগের কোয়ালিটি ব্লগারগো বিরাট একটা অংশ গেলো গিয়া।

ছাগুরা শুরু করলো নাইচা নাইচা লাদি ছড়ানো। সেই সময় আনুষ্ঠানিকভাবে এটিম আসে। আসতে বাধ্য হয়। পরিস্থিতি চরমে তোলার দায় ড়াজাকারগো, ছাগুগো। সুতরাং এটিমের পোন্দানী খাওনের ঐতিহাসিক দায়ও তাগোই।

যতদিন ড়াজাকার আছে, যতদিন ছাগু আছে ততদিন এটিম আছে। ততদিন থাকবো কমপক্ষে। ভিভা এটিম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।