আমাদের কথা খুঁজে নিন

   

কালিগোলা আঁধারের মাঝে ডুবে যেতে যেতে...

reaz.shahed@gmail.com

মারাত্মক দিগভ্রান্ত আমি একটা সময় কেবলই খুঁজে ফিরেছি হন্যে হয়ে বাতিঘরের আলো। হাহ! বাআআতিঘর! কুপির নিভু নিভু আলোও জীবনে চোখে দেখিনি কোনোদিন। (যেহেতু সবাই-ই আমার মতো পথভ্রষ্ট; নোংরা আবর্জনার সাথে সহবাসে উৎপন্ন করে নোংরাতর আবর্জনা। আশ্চর্য! কেউ চারা লাগাতে চায়না, অথচ বটবৃক্ষছায়ার জন্যে কী অশ্লীল অপেক্ষা!) তাই কোনো এক মাহেন্দ্রক্ষণে নেয়া পৃথিবীর সবচাইতে দুঃসাহসী সিদ্ধান্ত অনুযায়ী আমি-ই হতে চাইলাম বাতিঘর। “জাহান্নামের আগুনে বসিয়া পুষ্পের হাসি” হাসতে চাইলাম আমি, “হোমো সেপিয়েন্স” থেকে হয়ে উঠতে চাইলাম “মানুষ”। কিন্তু পারছিনা, হচ্ছেনা; স্বপ্ন আর বাস্তবতার সম্পর্ক ক্রমশ হয়ে যায় ব্যাস্তানুপাতিক। শেষ পর্যন্ত তাহলে কি স্বপ্নগুলোও মুমূর্ষু হয়ে যাবে? এ কি ভুল জন্ম? না ভ্রান্তি(বিলাস, সম্ভবত)?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।