আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়ে আসা রাজবাড়ী, উর্বর জমি আর অপূর্ব সুন্দর বনভূমি

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

যেখানে বড় ঢেউগুলো দেখা যাচ্ছে সেখানে একসময় জমজমাট রাজবাড়ী ছিল। তার ওপাশটায় ছিল ব্যস্ত রাজধানী। এখানে পরিবার পরিজন নিয়ে বাস করতো হাজার হাজার শান্তিপ্রিয় মানুষ। চারপাশে ছিল উর্বর ফসলী জমি আর ছবির মতো সুন্দর বনভূমি। এগুলোর সবকিছুই একদিন পানিতে ডুবে গেছে।

না, প্রাকৃতিক কোনো কারণে নয়। ইলেক্ট্রিসিটি উৎপাদনের জন্য এক লক্ষ সহজ সরল মানুষকে পশুর মতো তাড়িয়ে দেয়া হয়েছে। ২২০ বর্গ কিলোমিটারব্যাপী উর্বর ফসলি জমি ফেলে তাদের উদ্বাস্তুর মতো চলে যেতে হয়েছে অনুর্বর পাহাড়ের জীবন যুদ্ধে। সবকিছু শিখতে হয়েছে নতুন করে। উচ্ছেদকৃত মানুষগুলো এ ইলেক্ট্রিসিটি পায়নি।

শিক্ষা-দিক্ষায় তাদের এতোটাই বঞ্চিত করে রাখা হয়েছে যে, আজ পর্যন্ত তাদের অনেকেই জানেনা, ইলেক্ট্রিসিটি জিনিসটা কি! ক্ষতিপূরণ? পুনর্বাসন? এখনো হয়নি। প্রায় ৫০ বছর চলে গেল...... .... .... .... ঝাপসা দৃষ্টিতে বিপুল এ জলরাশির দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই কি করার নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।