আমাদের কথা খুঁজে নিন

   

আবারো জামায়াত প্রমাণ দিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারাই পরীক্ষিত দল।



পরাক্রমশালী দেশগুলো চেষ্টা করছে বিভিন্নভাবে বাংলাদেশকে অকার্যকর ও ব্যার্থ প্রমাণ করতে। তার সর্বশেষ নজির- বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী কোন ধরনের প্রমাণ ছাড়াই বাংলাদেশকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে । অথচ এই নতজানু সরকার কোন প্রতিবাদ করার সাহস পেলনা। দেশের মানুষের জন্য যেসব নেত্রীরা কথায় কথায় প্রাণ দিয়া ফালান, তারাও মুখে কুলুপ দিছেন। যাদের নুন খাই, যাদের কাছে কিছু হইলেই দৌড়ায়া গিয়া নালিশ করি, তাগো মুখ দিয়া যে পবিত্র বাণী বাইর হইছে- তারে ক্যামনে অস্বীকার করি।

ঠিক এইসময় আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে জামায়াত শক্ত প্রতিবাদ করেছে বৃটেন মন্ত্রীর এমন উস্কানীমূলক বক্তব্যের। তারা দেখায়া দিছে, ভীতি, লোভ উপেক্ষা করে যথাসময়ে দেশের প্রয়োজনে দাঁড়িয়ে যেতে পারে জামায়াতই। দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। কুলাঙ্গার নেতা-নেত্রীদের চুপ থাকা প্রমাণ করে দেশের প্রতি একেকজনের কি "গভীর" ভালবাসা! নির্বাচন আসলেই একেকজন লাফ দিয়া পড়ে ভালবাসা প্রমাণ করতে। আর ওদিকে যে আরেকটা আফগানিস্তান-ইরাক বানানোর চেষ্টা চলছে সে জন্য এগুলানের কোন মাথাব্যাথা নাই।

এইসব বিদেশী মন্ত্রীরা সাহস পায় কি করে বাংলাদেশে এসে বাংলাদেশের বিরুদ্ধে প্রমাণ ছাড়া লাগামহীন বক্তব্য দিতে? এইসব নেতানেত্রীরা জ্বি হুজুর, জ্বি হুজুর কইরাই এদেরকে লাই দিয়া মাথায় উঠাইছে। এই সময় জামায়াত একটা কাজের কাজ করছে- এজন্য দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।