আমাদের কথা খুঁজে নিন

   

কাঠামোবদ্ধ প্রশ্নপত্রে ২০১০ সালের এসএসসি পরীক্ষা



তিনি আমার পরামর্শক। আমি শহরে আসার পর থেকে তাঁর পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করি। একই পেশাজীবী আমরা দু জনই। পেশার নাম যা-ই বলুন চারপাশের চলমান প্রতিদিনের সমস্ত বিষয়ের ওপর জ্ঞান রেখেই এখানে টিকে থাকতে হয়। এ পেশায় তিনি আমার অনেক সিনিয়র, আমাকে বেশ স্নেহ করেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

আমাকে বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই, আর জ্ঞান অর্জনের জন্য প্রচুর বই পড়ার পাশাপাশি নিয়মিত পত্রপত্রিকা ঘেটেঘুটে চলমান সমস্ত বিষয়ের উপর জ্ঞান রাখতে হবে। আমি অক্ষরে অক্ষরে তা মানতে চেষ্টা করি, বই পড়ি, চলমান বিষয়ে জ্ঞান রাখার চেষ্টা করি। ২০১০ সালে অনুষ্ঠেয় কাঠামোবদ্ধ প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা চলমান একটি গুরুত্বপূণ বিষয়। আমি এটির পক্ষে এবং চলতি শিক্ষাবর্ষের নতুন বই ও কাঠামোবদ্ধপ্রশ্নগুলো পর্যালোচনা করে দেখেছি এই পদ্ধতি আরো আগে প্রণয়ন করা দরকার ছিল। এ পদ্ধতি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ।

সেদিন আমি এ বিষয়ে কথা তুললাম, জানতে চাইলাম তিনি এটির পক্ষে না বিপক্ষে। দুঃখের বিষয় আমাকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লেন আর বললেন, তুমি এখনো গ্রাম্য মনোভাবের রয়ে গেছ ! কিসের কাঠামোবদ্ধ প্রশ্ন এগুলো নিয়ে তোমার মত তরুণ বয়সী ছেলের মাথাব্যথা কেন ? তোমার জানা উচিত শিল্পী বালামোর কয়টি গান বর্তমানে হিট হয়েছে ! ভাবছিলাম, শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছি দেখে তিনি আমাকে ধন্যবাদ দেবেন, কিন্তু দেখলাম তার বিপরীতই ঘটেছে। বড়উ কষ্ট পেলাম সেদিন। আসলে এই কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে কি আমাদের ভাবা উচিত নয় ? আপনারা কি কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি দেখেছেন ? এটির পক্ষে না বিপক্ষে ? এটির পক্ষে চট্টগ্রামে গণস্বাক্ষর অভিযান পরিচালিত হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।