আমাদের কথা খুঁজে নিন

   

মামুন অ্যান্ড হিজ পুতুপুতু গার্ল (শেষপর্ব)

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

সারারাত মনোকষ্টে ঘুমাতে না পেরে মামুনের সকালের দিকে ঘুম আসলো। সকাল ১২টায় ফোন বেজে উঠল, মামুন ঘুম ঘুম কন্ঠে ফোন ধরে আতকে উঠল। সাথী: কি ব্যাপার আপনি কালকে আসলেন না কেন? মামুনের মাথায় পাহাড় ভেংগে পড়ল, চোখে মুখে অন্ধকার দেখলো, চশমাটা খুজতে লাগলো...... মামুন: তুমি কোথায় ছিলে? কখন গিয়েছিলে? কি কালারের জামা পড়েছিলা? সাথী রেগে: অ্যা.....রেড এন্ড হোয়াইট..... মামুন: তুমি যে বলেছিলে....পচা পাতা কালারের জামা.... সাথী: আমি আবার কখন বললাম পচা পাতা কালারের ড্রেসের কথা?!! আমি কোন কালারের ড্রেস পড়লাম না পড়লাম তাতে আপনার তো ম্যাটার করার কথা না, আমাকে দেখেই চেনার কথা!! মামুন: এ্যাই সাথী, এ্যাই....তুমি এত রেগে যাচ্ছো কেন? আমি না হয় একটু দেরী করে গেছিলাম..... আর তুমি কতক্ষন অপেক্ষা করেছিলা? সাথী: কেন ওই যে চিকন ব্রাদার্স এর সামনে....অনেক্ষণই তো......... মামুন: চিকন ব্রাদার্স?!! এরা আবার কারা? সাথী: ঢং করেন না?!! ডোন্ট ট্রাই টু মেইক ফান উইথ মি!!! মামুন: ও বুঝেছি, ওই দোকানটায়....তুমি কয়টায় গেছিলা? সাথী প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, টুডে ইজ সো হট, না? মামুন আবার বলল: তুমি কতক্ষণ ছিলা? ধরা খেয়ে যাচ্ছে সে তাই দেখে, সাথী: অসভ্য ইতর তুই আমাকে সন্দেহ করিস!!! ফোন রেখে দিল সাথী। ফোন রাখার পর মামুন একটা মোড় ঘুরল, তারপর ধপাস্ একটা শব্দ, সে এখন মেঝেতে মামুন: ওরে বাবা, কোমড় গেল মামুন দাতব্রাশ করে আবার ফোন করল সাথীকে। সাথী: আবার কি ভেবে ফোন করেছেন?!!! বেহায়া লোক কোথাকার মামুন: তোমার কন্ঠ শোনার জন্য।

মামুন একটু বেশি নিলর্জ্জ হয়েই কথা বলছে কারণ সে কালকের অপমাণ ভুলতে পারছে না। মামুন: সেদিন বলছিলে তোমাকে কিছু ছেলে বিরক্ত করে, এখনও করছে? (মামুন জানে এই বিষয়ে কথা উঠালে সাথী সব পুরান ঢং ছেড়ে আবার ঢং শুরু করবে, কত ছেলে তাকে ডিসটার্ব করে) সাথী: আরে এ করে না মানে?? কালকে তো বিকালে ফোন অফ করে রেখেছিলাম ওদের যন্ত্রণায়, ইউ নো দে আর ঠু ডিসগাস্টিং... মামুন জানে সাথী মিথ্যা বলছে সে বলল, শোন সাথি তোমা্কে দেখেছি তুমি মোটেও সুন্দরী না কেমন ভেদাভেদা দেখতে। সাথী: হোয়াট??!! মামুন: কি আবার বলবো? তোমা্কে দেখেছি তুমি মোটেও সুন্দরী না কেমন ভেদাভেদা দেখতে। সাথী প্রচন্ড রেগে বলল: চুপ কর লুইস কোথাকার!! মেয়েদের ফোন করে বিরক্ত করিস আবার বড়বড় কথা! তোদের মত ছেলেদের যা চয়েস!!! শুনে রাখ তোর মত ছোটলোকদের সাথে এই আমি মানে সাথী কোনদিনও দেখা করিনা। মামুন: এবার তাহলে ছেমড়ি আসল কথাটা বের করলি যে তুই সেইদিন ওখানে যাসনি।

......আর শোন যেখানে আমার মত ছেলেদের চয়েসের কথা চিপ বললি, সেখানে শুনে রাখ হ্যাঁ, আমার চয়েস চিপই তাই তোর মত মেয়েকে পছন্দ করি, বলে ফোন রেখে হাসল। রাশু ভাইয়ের অনেক ইচ্ছা তাকে নিয়ে একটা রোমান্টিক নাটক লেখার। আমাকে অনেক অনুরোধ করার পর আমি এই নাটকটা লিখি। কিন্তু রোমান্টিক কিছু মানেই আমার মনেহয় ন্যাকামি। ন্যাকামি লিখতে আমার খুব কষ্ট হয়।

তারপরও কনটিনিউ করতাম কিন্তু ব্যান খাওয়ার পর রাশুভাইটা কেমন যেন হয়ে গেছে । এখন আর আগের মত অকপটে নিজের জীবন কাহিনী বলে না। তাই আজকের এই পর্বটি আমাকে বানিয়ে বানিয়ে লিখতে হল। তাই পাঠকদের কাছে লজ্জিত এবং সেই সাথে ক্ষমাপ্রার্থী যে আমি এত সুন্দর বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে সবাইকে বঞ্চিত করলাম তবে এইটুকু পাঠকদের বলে রাখা প্রয়োজন নাটকের মামুন যেমন সাথিকে ছ্যাকা দিল বাস্তবে এরকমটি হয়নি, উল্টা হয়েছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।