আমাদের কথা খুঁজে নিন

   

কেউ লেখে ব্লগে, ব্লগে না লিখলে লিখবো কোথায়?

এই পৃথিবীতে সবাই আগন্তুক,সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে,কিন্তু তাতে ভয় কিসের।

আদিমযুগে মানুষের মনের ভাব প্রকাশ পেতো অন্ধকার গুহায়, গাছের পাতায়। কাগজ ও কালির আবিস্কার হবার পর তা স্থান পেল কাগজে। এরপর ছাপার মেশিন চালু হবার পর বই কিংবা সংবাদপত্রের পাতায়। টিভিতে নতুন একটা এ্যাড দিয়েছে দেখলাম, কেউ লেখে কাগজে, কেউ লেখে পত্রিকায় কেউ লেখে মোবাইলে এসএমএস এর মাধ্যমে। বিষয়টাকে টানলে আরও বলা যায় কেউ লেখে ব্লগে। ব্লগে না লিখলে লিখবো কোথায়? চারিদিকে দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়া কিছু বা বলিতে পারার যন্ত্রনা ব্লগ ছাড়া প্রকাশের আর উপায় কি আছে? সামহোয়ার ইন ব্লগ মুক্তমনাদের জন্য যে সুযোগ করে দিয়েছে তার জন্য আমরা এর দীর্ঘায়ু কামনা করছি (অন্ততঃ ২০৫০ সাল পর্যন্ত) দিনের পর রাত হয়, রাতের পর দিন। এখন যে অবস্থা চলছে কিছুদিন পর তা আর থাকবে না। আবার জমবে মেলা বটতলা, হাটখোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.