আমাদের কথা খুঁজে নিন

   

বেতন দিতেই যদি বাজেটের টাকা শেষ হয়ে যায়, উন্নয়ন করবো কিভাবে?---প্রধান মন্ত্রী।

সচরাচর আমি সংসদ অধিবেশন দেখিনা। দেশের এই অবস্থায় আসতে শুধু একজন মানুষের অবদানের কথা শুরতে ভালো লাগে না তাই। মনে হয়, বাকি সবাই যুদ্ধর সময় ভ্যারেন্ডা ভেজেছে আর মহান একজন ব্যাক্তিই শুধু দেশের উন্নয়নের কথা ভেবেছে। .... যাই হোক, অফিসের কাজে সংসদ দেখতে হয় মাঝে মাঝে, আজও দেখতে হয়েছিলো। প্রথমেই প্রধানমন্ত্রীর সাথে সংসদ সদস্যদের প্রশ্ন-উত্তর পর্ব।

প্রথমেই প্রশ্ন...সরকার অটিজমদের জন্য কি কি করেছে? দ্বিতীয় প্রশ্ন, এই রোগের জন্য বিদেশ থেকে দেশে কত টাকা আসবে। তৃতীয়...জাতসিঙ্ঘের কতটি দেশ এই চুক্তি স্বক্ষর করেছে........ মাননীয় প্রধান সব গুলোর উত্তর দিলেন। খুব গুছিয়ে, এবং তাঁর স্বভাব সুলভ রসালো ভঙ্গিতে। যেমনটা ছোটবেলাই দেখতাম আমাদের প্রাইমারি স্কুলের আপারা পড়াতে। আমরাও আসল কথা বাদ দিয়ে আপাকে খুব তুচ্ছ বিষয়ে প্রশ্ন করে যেতাম..যেমনটা সংসদে হতে দেখলাম।

....... ভালো লাগলো অনেক দির পরে সেই শৈশবে ফিরে যেতে পেরে। স্কুল জীবনে। আজিব ভাবে, সাংসদরাও এবার শুরু করলেন, স্কুল নিয়েই প্রশ্ন। একই ধরনের ছেলেমানুষি প্রশ্ন। যেনো...... সংসদে না তারা স্কুলে গিয়েছেন।

বি. দ্র. প্রতি মিনিটে সংসদে খরচ হয় ২৫ হাজার টাকা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.