আমাদের কথা খুঁজে নিন

   

রিলেশন ও ঝগড়া

রিলেশনকালীন সময়ে ছেলে ও মেয়ের মধ্যে ১টি বারের জন্যও ঝগড়া হয় নি এমন রিলেশনশীপ খুজে পাওয়া দুষ্কর। আশা করি এ নিয়ে কেউ মতবিরোধ করবেন না। এবার আসুন রিলেশনকালীন সময়ে কমন যেসব বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হয় সে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করা যাক। রিলেশনের ৯০% ঝগড়ার উপাদান চার ধরণের, যা ৪ ‘ফ’ নামেও পরিচিতি: ১. ফ্রেন্ডস (মিউচুয়াল ফ্রেন্ডরা বেশি) ২. ফ্যামিলি (প্রধানতঃ কাজিনরা) ৩. ফোন ৪. ফেইসবুক লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ঝগড়ায় এগুলোর অন্ততঃ একটি বা একাধিকের অবদান থাকে। আবার চলমান ঝগড়ার ‘নিয়ামক’ বা ‘প্রভাবক’ হিসেবেও কাজ করে এগুলো। মাধ্যম: ঝগড়ার মাধ্যমগুলো চিহ্নিত করতে গেলেও মোট ৩টি ‘ফ’ -পাওয়া যাবে: ১. ফোন ২. ফেইসবুক ৩. ফেইস-টু-ফেইস (সামনাসামনি) ঝগড়ার শুরুটা: ঝগড়ার শুরুটা সাধারণতঃ কোন একটা কটুক্তি/খোঁচা মারা কথা বা অভিমান বা জেরাযুক্ত প্রশ্ন থেকে। আবার দীর্ঘ নীরবতা বা দীর্ঘশ্বাস থেকেও জন্ম নিতে পারে ঝগড়া। কাপলের মানসিকতা, রাগের পরিমাণ ও............................বিস্তারিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.