আমাদের কথা খুঁজে নিন

   

মোরগ বা বারান্দা অথবা গোলাপ



মোরগ বা বারান্দা অথবা গোলাপ আফরোজা সোমা ছাইরঙা জামার পকেটে মোরগটি ভাঁজ করে লুকিয়ে ফেললো ইরানি গোলাপের বিষন্নতা_ এর আগে তাকে লুকোতে হয়েছে দক্ষিণে মরে যাওয়া নদীদের শোক শালবন বিহারে ধ্যানস্ত বৌদ্ধভিক্ষুর হামিং এগার সিন্দুর দূর্গের ফটকে হারিয়ে যাওয়া সূর্যোদয়- এমন একফালি বারান্দার গল্পও সে সিন্ন্দুকে লুকিয়ে রেখেছিলো- যে কিনা প্রতিদিন শেষরাতে ছুটে যাওয়া বিমানের শব্দের পিছুপিছু ছুটে গিয়েও কোনো দিনও গন্তব্য খুঁজে পায়নি। যাইহোক, মোরগটি জিহ্বার নিচে চুইংগামের মতো সুকৌশলে লুকিয়ে রাখে বর্ষাতিবিহীন চোখ, বুকের ভেতর ডান হাতের পাচঁটি আঙ্গুল ডুবিয়ে রক্তগোলাপের বিষন্নতা জলের মতো ছিটিয়ে দেয় আকাশ অভিমুখে-

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।