আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর মোরগ পোলাও বনাম আমজনতার মোরগ পোলাও

সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই ..........
উপরে প্রধানমন্ত্রী ছেলের জন্মদিনে মোরগ পোলাও রান্না করছেন। নিচে ময়মনসিংহের স্থানীয় একটি হোটেলের মোরগ-পোলাও খেয়ে অসুস্থ ৫০ একজন মমতাময়ী মা হিসেবে শেখ হাসিনা তার সন্তানের জন্মদিনে মোরগ-পোলাও রান্না করে খাওয়াবেন আর তার সন্তান সজীব জয় এর ভূয়সী প্রসংশা করবেন এতে আমি দোষের কিছু দেখি না। তবে সজীব জয় যখন এটিকে প্রধানমন্ত্রীর আতিথ্য হিসেবে বিবেচনায় নিয়ে দেশবাসীর সামনে তুলে ধরেন তখন একজন নাগরিক হিসেবে বিষয়টিকে ভিন্ন ভাবে দেখার সুযোগ তৈরী হয়। কারণ প্রধানমন্ত্রীর রান্না করা সুস্বাদু মোরগ-পোলাও খেয়ে এদেশের একজন নাগরিক সজীব জয় যখন তৃপ্তির ঢেকুর তুলেন তখন হয়ত আরেকজন হোটেলের অস্বাস্থ্যকর মোরগ-পোলাও খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গতকাল এরকমই একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়।

যেখানে স্থানীয় একটি হোটেলের রান্না করা মোরগ-পোলাও খেয়ে ৫০ অসুস্থ হয়ে পরে। এখানে বিশেষভাবে লক্ষ রাখা দরকার যে জনস্বাস্থ্যের প্রতি হুমকি কেবল যে ঐ হোটেলে রান্না করা অস্বাস্থ্যকর মোরগ-পোলাওয়ের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। শাক সব্জি থেকে শুরু করে মাছ,মাংস,ডিম,দুধ,সেমাই মৌসুমী ফল সকল প্রকার পচনশীল খাদ্য সামগ্রী আজ বিষাক্ত ফরমালিনে ছেয়ে গেছে। এর সাথে যুক্ত হয়ে আছে দেশের যুবসমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবার অন্যতম প্রধান হাতিয়ার ইয়াবা,ফেন্সিডিলের মতো মাদক দ্রব্য যা লাগামহীন ভাবে প্রতিনিয়ত দেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে। ফলে ষোল সতের বয়েসি মেয়েও এখন নিজ বাবা-মা কে খুন করছে অবলীলায়! তাই মাননীয় প্রধানমন্ত্রী আর সজীব জয়কে সবিনয়ে বলতে চাই মোরগ-পোলাও খেয়ে তৃপ্তির ঢেকুর তোলার সময় দয়া করে আমাদের কথাটাও স্মরণে রাখুন।

খাদ্য দ্রব্যে বিষাক্ত ক্যামিকেল আর লাগামহীন মাদকদ্রব্যের ছোবলে আমরা মারা যাচ্ছি। দয়া করে মাদকদ্রব্য আর বিষাক্ত ক্যামিকেল সম্পর্কে সচেতনতা বা জ্ঞান দান করতে যাবেনা না। বরং এসব বিষাক্ত দ্রব্য যাতে দেশে প্রবেশ করতে না পারে সেই ব্যাবস্থা করুণ। কৃতজ্ঞতা: বিডিনিউজ২৪
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.