আমাদের কথা খুঁজে নিন

   

এটাকি বাংলাদেশের সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারনা নাকি বোকামি?

www.eee-lab.com

গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম বেশেষ্ট অভিনেত্রী মেতা নোর এর ছেলে এক সার্চ ইঞ্জিন http://www.searchw3.net বানিয়েছে যেটা নাকি গুগল ইয়াহূর চাইতেও অনেক ভাল। গুগল ইয়াহূ নাকি তার ধারের কাছে নাই তারটা নাকি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সার্চ ইঞ্জিন আর বাংলাদেশের কেউ নাকি তার মত এরকম সার্চ ইঞ্জিন বানাতে পারে নাই, গুগল নাকি টাকা খাইয়া সার্চে উপরে নিয়া আসে। কিন্তু আমরা একটু পর্যবেক্ষণ করলেই দেখব এটা আসলে আমরা সবাই গুগলের যে কাষ্টমাইজ সার্চ ইঞ্জিন ব্যাবহার করি আমাদের ব্লগে বা সাইটে তারই একটি ভার্সন কে কিছু এডিটিং করে তৈরী সরসরি বলতে গেলে এটি গুগলেরই একটি সার্চ ইঞ্জিন। সব টিভি চ্যানেল আর পত্রিকা সেটা আবার প্রচারও করছে। তাহলে এটাকি বাংলাদেশের সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারনা নাকি বোকামি? বাংলাদেশের মানুষ আর অত বোকা নাই এখন। ডিজিটাল চোরদের সহজেই পাকরাও করতে পারে সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।