আমাদের কথা খুঁজে নিন

   

বেনসন লাইট --------------??

আত্মার সাথে হয় আত্মীয়তা আর মনের সাথে হয় মিলন।
কিছু দিন আগে আমার বন্ধু এসেছিল আমার কাছে বেড়াতে। অনেক দিন পরে-ই ও এল বেড়াতে, সেজন্য যেকটা দিন ও আমার কাছে ছিল সারাটা দিন-ই ওর সাথে কাটিয়েছি। রিক্সায় ঘুরেছি, আমাদের প্রিয় একটা হোটেলে খেয়েছি, আর মজার মজার গল্প করেছি। এসবের মধ্যেই ও হঠাৎ করে একটা মজার কাহিনী শুনালো।

কাহিনী টা হল--------------------------আমার বন্ধুটি এমাসের শুরুতে কুমিল্লায় গিয়েছিল অফিসিয়াল কাজে। কুমিল্লায় সে(বন্ধু) এবার-ই প্রথম যাচ্ছে। সেখানে পৌছেঁ অফিসিয়াল কাজ সেরে ,একটি রেস্তোরায় বসে দুপুরের খাবার খেয়েনিল। তারপর বিকলে বের হল শহরটাকে ভালোভাবে দেখার উদ্দেশ্যে। এভাবে -ই ঘুরতে ঘুরতে সে একটা সিগারেটের দোকানের সামনে যেয়ে রিক্সা দাড় করালো।

রিক্সা থেকে নেমে সে(বন্ধু) দোকানদার -কে বলল এক প‌্যাকেট বেনসন লাইট দিন-তো ভাই। দোকানদার অন্যকাজে ব্যাস্ত থাকায় তার কথায় খুব একটা গুরুত্ব দিল না। আমার বন্ধুটি দোকনদারের এহেন ব্যাবহারে তোয়াক্কা না করে দোকানের সকল পন্যের উপর একবার চোখ বুলিয়ে নিল। কিন্তু দোকানের পন্য দেখে বন্ধুটি অবাক হয়ে গেল । কারন ঐ সিগারেটের দোকানে নিত্যপ‌্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে প্রসাধনী সামগ্রীয়ও রয়েছে।

দোকানদার তার হাতের কাজ শেষ করে ওকে (বন্ধু) জিজ্ঞাসা করল কি দেব ভাইজান?আমার বন্ধুটি আবার বলল এক প‌্যাকেট বেনসন লাইট দিন। এবার দোকানদার তার বসবার স্থান থেকে উঠে পাশের একটা তাকের উপর যেখানে,বাল্ব রাখা রয়েছে সেখানে দাড়িয়ে আবারও জিজ্ঞাসা করল কি লাইট দিব ভাইজান?আমার বন্ধুটি এবার বিরক্তির সুরে বলল বেনসন লাইট। দোকানদার একটা বাল্ব হাতে দিয়ে আবার ও জিজ্ঞাসা করল কত পাওয়ার? এবার আমার বন্ধুটি অবাক দৃষ্টিতে দোকনদারের দিকে তাকিয়ে বলল, ভাই আমি-তো সিগারেট বেনসন লাইটের কথা বলছি। দোকানদার তার প্রতিউত্তরে বলল এধরনের সিগারেটের নাম আমি শুনিনি। উত্তর-টা শোনা মাত্র-ই আমার বন্ধুটি আর একটুও না দেরি করে কোন রকম হাসি থামিয়ে চট করে রিক্সায় উঠে পড়ল।

বাকী যত-টা সময় ও কুমিল্লায় ছিল ততটা সময় আর এক বারও সিগারেট খায়নি । কারন সিগারেটের কথা মনে পড়তেই শুধু হেসেছে। এই ঘটনাটা ও আমাকে যখন বলল তখন আমি যে কি পরিমান হেসে ছিলাম তা আপনাদের বলে বোঝাতে পারব-না। তবে ঐ সময় আমাদের হাসি দেখে ,পাশে যারা ছিল তারাও কেউ কেউ অবাক হয়ে গিয়েছিল । আবার কেউ কেউ কোন কিছু না বুঝে আমাদের সাথেই হেসেছে।

ঐ ঘটনা শোনার পর মুহুর্ত থেকে আমি যখনই কোন সিগারেটের দোকানের দিকে তাকাই তখনই প্রচন্ড হাসি পায়। ------------------------- হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ-----------------
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.