আমাদের কথা খুঁজে নিন

   

শতাব্দি--নচিকেতা

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

যদি কখনো ফিরে আসো দেখবে তেমনি আমি আছি দাঁড়িয়ে সেই গান গেয়ে যা দিয়েছো আমায় তুমি সেই গান গাই সস্তা সিগারেট খাই ধুলো ছুঁয়ে যায় এই শরীর তোমার লাল মারুতি দুর্বার গতি ফুটপাতে স্থবির আমি তোমার হাই স্ট্যাটাস নেই অবকাশ তোমার মুখ দেখি পোস্টারে কি ভালোবাসো কখন হাসো সব বিক্রি হয় বাজারে তবুও এই সস্তা জামার নীচে আজও এই হৃদয়ে জাগে হয়ত খেয়ালে ছুঁয়ে দিয়েছিলে দশ দশটা বছর আগে না না দশক ধরে নয় শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ যখন তুমি ষোলো অথবা সতেরো একসাথে গিয়েছি সিনেমায় এখন কোথায় সেদিন শুধুই বুকে নিকোটিন তোমায় দেখি রূপোলি পর্দায় প্রথম যেদিন তোমায় শুনিয়েছি গান তোমার দুটো চোখে ছিল প্রেরণা এখন প্রতি সন্ধ্যায় গলা কত গান গায় তবু মন বলে ভালো লাগে না যখন তোমার ছিল আকাশ তখন তুমি চাইলে খাঁচা এখন সোনার খাঁচায় খেলনা পাখি সেজে রাত্রিদিন সুতোয় নাচা তবুও এই সস্তা জামার নীচে আজও এ হৃদয় ভাবে ভাঙ্গবে খাঁচা এক না একদিন সত্যি ভালোবাসার অভাবে না না দশক ধরে নয় শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ অডিও লিঙ্ক আর্টিস্টঃ নচিকেতা অ্যালবামঃ চলে যাব তোকে নিয়ে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।