আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রাহত জীবন

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

যেন, চন্দ্রাহত হয়ে বসে আছি, রাত্রি দ্বিপ্রহর । আধো জোৎস্নায়, খোলা আকাশের নীচে, জীবনের রুপালি সফেদ । মেঘেদের দেশে, চাঁদের লুকোচুরি । থেকে থেকে, বিদুৎ চমকে যেন, ঝলসে উঠে রাতি । চন্দ্রাহত আমায়, যেন, একাকিত্ব পেয়ে বসে ।

। আধো জোৎস্নায় খোলা আকাশের নীচে, জীবনের রুপালি সফেদ । । আমাকে ইচ্ছেরা পেয়ে বসে, মনে হয়, খুব করে, কারো সাথে কথা বলি। মুঠোফোনে ।

। মনের অলিন্দে, খুঁজে পেতে, কথা বলার বন্ধু, পাই না কাউকেই । যেন, তুমি একাই দখলে রেখেছো আমার সকল বন্ধুর স্থান । যেন, চলে গিয়েও তুমি, সেই দখল ছাড়লে না । ।

আমি বসে থাকি, চন্দ্রাহত হয়ে,আধো জোৎস্নায় । । খোলা আকাশের নীচে; জীবনের রুপালি সফেদ । । ত্রিমাত্রিক পৃথিবীর নির্ঘুম সময় ।

রাত্রি দ্বিপ্রহর । । আধো জোৎস্নায় হিমশীতল আমি । । একমাত্র তুমি ছাড়া, কেউই আমাকে তখন আর স্পর্শ করে না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।