আমাদের কথা খুঁজে নিন

   

আগামীতে যুদ্ধাপরাধীদের বিচারের নিশ্চয়তা চাই



যুদ্ধাপরাধীদের বিচার দাবী করলেন সেক্টর কমান্ডারস ফোরাম । সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত সম্মেলনে আওয়ামী লীগ,বামপন্থী দলসহ অনান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনীধিগন যুদ্ধাপরধীদের বিচারের পক্ষে অভিন্ন মত প্রদান করেন । দেশের একটি ক্রান্তিকালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জনগনের জাতীয় দাবীতে পরিনত হয়েছে। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগনকে যার যার অবস্হান থেকে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তাদের অভিমত প্রদান করতে দেখা গিয়েছে কিনতু আর্শ্চয্যের বিষয় সেক্টর কমান্ডারস ফোরামে বি এন পি সহ ৪ দলের কোন প্রতিনীধিকে এই ইস্যুতে কোন প্রকার মন্তব্য প্রকাশ করতে দেখা যায় নাই । অতীতে দূতাবাস কর্তৃক চায়ের আমন্ত্রনে এই সকল নেতাদের একই টেবিলে বসে চা পান করতে দেখা গিয়েছে অথচ বড়ই পরিতাপের বিষয় যে আজ জনগনের দীর্ঘদিনের দাবী পূরনের ক্ষেত্রে তাঁরা এক প্ল্যাটফর্মে উপস্হিত হতে পারে নাই ।

এটি জাতীর জন্য লজ্জা ও ব্যর্থতা। বিচার মানেই সাস্তি প্রদান, এটি আমি মনে করি না। যুদ্ধাপরাধী হিসেবে বিনা বিচারে যাদের আক্ষ্যায়িত করা হচ্ছে তারা এই প্রক্রিয়ায় নিজেদের নির্দোষ প্রমান করতে পারবে । যুদ্ধাপরাধীর বিচার ইস্যুতে জাতীর অম্ভ্যন্তরে বিভাজন দেশের স্বার্থে মঙ্গলজনক নয়। কয়েকটি রাজনৈতিক দল তদের দলের স্বার্থে জনগনের দাবীটিকে এড়িয়ে যেতে চাচ্ছে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করার ঘৃন ষড়যন্ত্র বিগত সরকারের অমলে হয়েছে ।

মুক্তিযোদ্ধাদের সঠিক মুল্যায়ন পর্যন্ত করা হয়নি । যারা স্বাধীনতার বিপক্ষে অবস্হান নিয়েছিল পরবর্তিতে তাদেরকেই আবার সরকারের ভেতর দেখা গিয়েছে । এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল, আর সে কারনেই আজ আমাদের দেশে এই করুণ অবস্হা । দেশে তত্বাবধায়ক সরকার একটি নিরপেক্ষ সরকার এটি অস্বিকার করার অবকাশ নাই । রাজনৈতিক দলগুলোর অযোগ্যতা ও ব্যর্থতার কারনে আজ অবধি জনগনের দাবী যুদ্ধাপরধীদের বিচার কোন দল সম্পন্ন করতে পারে নাই ।

এ সরকার দেশের স্বার্থে জনকল্যান মূখী যে সংস্কার কর্ম হাতে নিয়েছে নিঃসন্দেহে সেটি প্রশংসার দাবিদার। মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযোজন করে সরকার জাতীর নিকট উজ্জল দৃষ্টান্ত স্হাপন করছে। যুদ্ধাপরাধী বিচার দাবীটি একটি অমিমাংসিত সমস্যা ,অনান্য সংস্কার কর্ম থেকে এটি কোন প্রকারেই আলাদা করে দেখা যাবে না। এই সরকারের নিকট আবেদন যে,বিদায়ের পূর্বে এমন একটি কাঠামো গঠন করে যেতে যেখানে পরবর্তিতে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে তাদেরকে বিচার কার্য সম্পন্ন করতেই হবে এবং সেখানে উপেক্ষা করার কোন সুযোগ থাকবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.