আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর দে, না হয় কিন্তু আগামীতে "না" ভোট দিব(১৮+)

আমিও একজন মানুষ, ঠিক আপনার মতই, , , , , আমি রাজনীতি ঘৃণা করিনা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যাবস্থা থেকে কেমন জানি দুর্গন্ধ বের হয়, আমার এটার পাশ দিয়ে হেটে যেতেও ঘৃণা লাগে। রাজনীতি এখন আর রাজার নীতি না, এটা অনেক আগেই পচে গেছে। এখন নিশ্চয় আমাকে বলবেন, "আপনি এগিয়ে আসুন, বাংলাদেশের রাজনীতি কে বদলে দিন, ফিনাইল দিয়ে সব দুর্গন্ধ দূর করে দিন, সবাই বাইরে থেকে নাক সিটকাতে পারে, কিন্তু কেও ভেতরে এসে পরিবর্তন করতে চায় না, , , , , " এইসব হাবিজাবি, , , কিন্তু আমি কেন আপনার কথা শুনব? সোহেল তাজ নামক এক ব্যাক্তি কে আমি চিনি, যিনি আপনাদের মত লোকদের কথা শুনেই এগিয়ে গিয়েছিলেন, তারপর কতটুকু ময়লা কে কোন দিকে পরিষ্কার করছে সেটা কম বেশি আমরাও জানি, , , আলোচনা করব না, আমার মণে কতগুলু প্রশ্ন কিলবিল করছে, যদি আপনারা দেন তবে আগামীতে "হা" ভোট দেয়ার সম্ভাবনা আছে, , , , , ১। শেয়ার বাজারে প্রসঙ্গ, , , , শেয়ার বাজারে মানুষ যখন অর্থ বিনিয়োগ করে সেটার রেকরদ থাকে, কিন্তু অর্থ কোন পথে চলে যায় সেটার রেকর্ড কেন থাকেনা? র যদিও থাকে সেই অর্থ যে পথে গেছে সে পথে কেন ফিরিয়ে আনা যাবেনা? ২। ইউনুস সুদ খায়, গরিবের রক্ত বিক্রি করে নোবেল পায়, সবি শুনি আর সবি বুঝি, উনার চালবাজিতে বিশ্ব ব্যাংক অর্থ ঋণ না দিয়ে চলে যায়, এটাও শুনি, , , উনার বয়স যখন ৬১ বছর ছিল তখন বর্তমান দল ক্ষমতায় ছিল, তখন কেন উনাকে তেনে নামানো হয় নাই? এখন ৭৪ বছর বয়সে উনি কি এমন পাপ করে ফেলল যে উনাকে টেনে হিচকে নামানো হল? ৩।

পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি, বিশ্বব্যাংক মিথ্যা বলছে এটা আমরাও বুঝি, আবুল সৎ লোক, এটা আমরাও জানি। তবে আবুল আর আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদত্যাগ করার পর কেন আবার বিশ্বব্যাংক ফিরে আসল? উনাদের সাথে কি বিশ্বব্যাংকের পারিবারিক শত্রুতা আছে নাকি? ৪। সুরুঞ্জিত সেন গুপ্ত খুব ভাল রাজনীতিবিদ, ছোটবেলায় এটাই শুনেই বড় হয়ছি। তবে ভাল রাজনীতিবিদ হলেই যে ভাল শাসক হওয়া যায়না বঙ্গবন্ধু এর পরে উনি আবার তার প্রমাণ দিলেন। ৭০ লাখ টাকা হাতেনাতে ধরা খাওয়ার পরও কেন এই টাকার জন্য কেও শাস্তি পেলনা?(এটাও আমরা শুনি যে সুরঞ্জিতের কাহিনী ধামাচাপা দেয়ার জন্যই বি,এন,পি এর একজনকে গুম করে দেয়া হল ) ৫।

ফখরুদ্দীন আহমদ দেশ কেমন চালাইছে, কারে কারে কি করছে, কে জেলে ঢুকছে আর কে বাইরে ছিল এটা সবাই যেমন জানে আমরাও জানি। যারা এত আন্দলন করে কেয়ারটেকার গভর্নমেন্টে চালু করল, তারা আজকে কেন এর ঘোরতর বিরোধী? কি হল এই ৫ বছরে? ৬। ছাত্রলীগ কখনই কিছু করে নাই, ওরা তো বাচ্চা শিশু,ইদানিং ফিডার হাতে দুধ খেতে দেখে যায়। শিক্ষাঙ্গনে সন্ত্রাস তো বাইরের পোলাপানে করে। বুয়েট ২ মাস বন্ধ থাকার পরও কেন ভিসি পদত্যাগ ছাড়ায় কেন ক্লাশ শুরু হল? একটা দলের অন্তর্ভুক্ত হয়ে ছাত্র নামদারি এই সংগঠন এত শক্তিশালী হয় কিভাবে? ৭।

সোনালী ব্যাংক দুর্নীতি নিয়ে কি আর বলব? ৪০০০ কোটি টাকা তো কোন টাকাই না। একজনের পকেটে যদি ৪০০০ কোটি টাকা থাকে বাকিদের পকেটে কত টাকা আছে সেটা জনগন ভাল করেই জানে। কেন একটা ব্যাংকের এম,ডি এই দুর্নীতি তে যুক্ত? ৮। সাগর রুনির ঘর পাহারা দেয়া কি সরকারের কাজ? উনার ঘরে উনারা খুন হয়েছে, তাতে সরকারের কি? সাগর রুনি খুন হওয়ার সাথে ড. মাহফুজুর রহমানের ডি,এন,এ এর কি সম্পর্ক সেটাই আজ পর্যন্ত বুঝলাম না, প্রশ্ন হল আগামী ৪৮ বছরে কি এই কেস এর কোন সমাধান হবে? ৯। কথা দিয়ে কথা না রাখা মুনাফিক এর কাজ, কে করল এই কাজ? নির্বাচনের আগে শুনেছিলাম ১৫ টাকা কেজি চাল(এখন ৪০ টাকা), ১২ টাকা হালি ডিম, তেল হবে ৫০ টাকা লিটার, চিনি ৩০ টাকা কেজি, আরও কত কি? ডিজিটাল সরকার আমাদের সেই নবাবী স্বপ্ন অনেক দিক দিয়েই পুরন করছে।

ভাবছিলাম বিয়েটা এই সরকারের আমলেই অত্ত্যান্ত কম খরছে করে ফেলব। কিন্তু আমার বিয়েটা আরও ৩ বছর পিছিয়ে দেয়ার জবাব কে দিবে? ১০। শেষ করছি রামু দিয়ে, বাংলাদেশে কোনদিন গৃহযুদ্ধ হবে এটা কল্পনাও করতাম না। অবস্থা এখন চিন্তা করে দেখলাম কিছুই অসম্ভব না। ঐ রাতে সরকার বা প্রশাসনের কি অবস্থান ছিল টা আমাদের সুরঞ্জিত সাহেব খুব ভাল করেই বলছে।

আমি আর বললাম না। কি জবাব দেবেন? আমাদের বিরোধী দল যে আমাদের কি দিয়েছিল আর কি নিয়েছিল সেটাও আমি খুব ভাল করেই জানি। তারেক কোকো এর দুর্নীতি, ফালু সাহেবের হাসি, খাম্বা মামুনের ব্যাবসা, ১০ ট্রাক অস্ত্র সবি জানি। এখন আপনারাই জবাব দেন আমি ভোট কি দিব নাকি "না" ভোট দিয়ে আমার মহামূল্যবান এই ভোট নষ্ট করব? বি; দ্রঃ যাদের ভোটাধিকার আছে শুধু তাদের জন্য, পিচ্চি পোলাপানদের রাজনৈতিক আলোচনা না শুনাই ভাল, তাই ১৮+ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.