আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষ্যাপাটে জড়ভরত পার্ট টু

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

আজকের দিনটা শুরু হলো দুপুরে, চড়চড়ে রোদ বাইরে...রুমের সব জানালা দরজা খোলা থাকার বদৌলতে গরম হাওয়া বইছে। কাল রাতের ঠাণ্ডা আর ঝড়ের চিহ্নও নেই। এর মধ্যে বের হতে হলো বাইরে। রোদ যেন পিঠের চামড়া পুড়িয়ে দিবে! তার ওপরে রাস্তায় জ্যাম। ঢাকা শহরটা দিন দিন যেন গাড়ি, রিকশা আর সিএনজি-র আস্তাকুঁড় হয়ে যাচ্ছে।

কোথাও যেতে আসতে যে সময় নষ্ট হয় তাতে মাঝে মাঝে বিরক্তি এড়ানোর উপায় পাই না। এই গরমে ডীপ-ফ্রাই হতে হতে যেখানে গেলাম ভাবলাম একটু ফ্যানের নিচে বসে ঠাণ্ডা হবো! কিসের কী! গিয়ে দেখি ইলেক্ট্রিসিটি নাই। ইস্টুপিড নাজমুলটা দাঁত কেলিয়ে হাসতেছে ইচ্ছা করছে গালে একটা ঠাস্‌ করে চড় মেরে দিই। দিলাম না, থাক, হিসেবে থাকলো, পরে আরো গুরুতর অপরাধে ওকে এটা সহ পাওনা বুঝিয়ে দিবো। ফিরতে ফিরতে বিকাল।

খাওয়া হয় নাই সারাদিনে। এসব ভাবতে ভাবতে ঘুম দিলাম। ঘুম ভাঙলো মায়ের ফোনে। বাবা গত দুইদিন ধরে হসপিটালে ভর্তি, জ্বরটা ছাড়ছেই না। টেস্ট করতে দেয়া হয়েছিল, রেজাল্ট এসেছে, কিছুই পাওয়া যায়নি।

কথার সুরে ভয় হচ্ছে আজকাল অজানা কিছুর প্রতি কেমন একটা ভয় কাজ করে। কাল বাসায় যাবো ভাবছি। মাথায় দুশ্চিন্তা থাকলে লিখতেও ইচ্ছা করে নাহ্‌। কী লিখতে বসেছিলাম আর কী ই বা লিখলাম!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।