আমাদের কথা খুঁজে নিন

   

স্নিগ্ধ প্রভাতে খুঁজে আমার তোমাতে....

মুশতাহির কল্পবাবু

ভোরের হাওয়া এসে ছুঁয়ে যায় তোমার চোখদুটো যখন, আমার স্বপ্নগুলো তারা হয়ে ঝরে সবুজ দিগন্ত 'পরে। সূর্যের রোদ যখন বুলায় কোমল হাত ছেয়ে যায় তোমায়, আমার আবেগ আড়মোড়া ভেঙে জেগে ওঠে নতুন কবিতায়। সাগরের নীলস্রোত মিশে যায় শেষে তোমার হৃদয়ে এসে, ঝিনুক মোড়ানো আমার ভালোবাসাটা খুঁজে পায় মুক্তির স্বাদ। ভোরের তুমি ঘুমঘুম চোখে উঁকি দাও পৃথিবীর বুকে, মেঘের বেশে বহুদূরের এই আমি ---দেখি তোমাকে। এত ভালোবাসি যাকে দেখি তোমাকে। রাতের আঁধার সব সঁপে আপনারে তোমার অলকের 'পরে, আর শুকতারাটি ফুলরেণু হয়ে তোমায় ছেয়ে ফেলে। ধূসর জগত ঝলমলে মেতে ওঠে কোকিলের গানে, শ্যামল গরিমা যেন আসন গড়ে তোমার প্রাণে। ভোরের তুমি ঘুমঘুম চোখে জেগে ওঠো সেই সুখে আর মন আমার প্রজাপতি হয়ে ঘিরে রয়- তোমাকে। এত ভালবাসি যাকে পেতে চায় তোমাকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.