আমাদের কথা খুঁজে নিন

   

আলিঙ্গনে স্নিগ্ধ করে দাও // শাফিক আফতাব //



কামনাগুলো ঝরে গেছে ফাগুনের ঝরাপাতাদের মতোন,
নিঃসঙ্গতার দহনে পুড়ে ফুটেছে গুচ্ছ গুচ্ছ ফুল __
তোমাকে পেয়ে আমি আজ করতে চাই ভুল__
ঝরাপাতাদের মতোন ঝরবে কেনো আমার সুবাসিত কথন ?

আলিঙ্গনে স্নিগ্ধ করে দাও, গার্হস্থ্য ভালোবাসায় করো ঋদ্ধ,
আজ রাতে এসো বিনাভিসায় ঘুরে আসি পৃথিবীর সবচে দীর্ঘতম সৈকত,
এসো আমাদের ভালোবাসাগুলো করি উষ্ণ রঙিন জলে সিদ্ধ__
তুমি এলে আজ রাতে হয়ে উঠবো সুন্দর আর সতত।

বাঁধনে বাঁধো, হালকা আঁধারে চোখ মেলো আধো আধো,
জোনাকীর মতোন ফুটে ফুটে মিটিমিটি করো ঝুর ঝুরে অন্ধকারে
নবীন অতিথিরে আজ একান্ত আন্তরিকতায় প্রেম সাধো __
না হয় আর রাতে বন্দি করো প্রেমের কারাগারে।

আলিঙ্গনে স্নিগ্ধ করে দাও, সুন্দরকে ফুটে দাও আমার ;
তোমার সুন্দরে ফুটে উঠে হয়ে যাক আমাদের প্রেমের খামার।
১২.০২.২০১৪



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।