আমাদের কথা খুঁজে নিন

   

পোয়েট ট্রি'র কবিতামেলার যা যা



পূর্বে আওয়াজ ছিল ০ দশকের কবিতার ওপর নছিহত হবে তাই আশেকানদের সাথে আমিও পাবলিক লাইব্রেরির সেমিনার হলে যাই। সেখানে ঢুকে মনে হল "বার্ড ফ্লু'র ভয় নাই, বেশি করে মুরগি খান" এমন কিছু। কিন্তু তা নয়। আয়োজকরা মাথায় গামছা বাইন্ধা পাখির পালকের( আসলে মুরগির পালক ছিল)মুকুট পইড়া ভেজাল কবিতার বিরূদ্ধে লাগছে। অর্থাৎ যাত্রা শুরু হইছে জিঞ্জিরা থিকা।

যাইবো কই তা জানিনা। ঐ পাড় থিকা ৫জন দাদা আসছেন(আমি তাদের নাম ইতপূর্বে শুনি নাই কম পড়ি বলে)। তারা কথা কইলেন। ১টা কবিতা পড়লেন। আর ১টা পড়ার আব্দার কইরা পড়লেন।

অনেক কথা-কবিতা গিল্লাম। শেষে কি হইল? কি শুনলাম? -- আবু হাসান শাহরিয়ার কীত্তন। তিনি সেখানে ভালমতই উপস্থিত ছিলেন। তিনি দাদাদের নিয়া ঢাকার বাইরে এইখানে ওইখানে ঘুরছেন বাংলা দ্যাশ দ্যাখাইছেন কবি কবিতা এবং তারেও দ্যাখাইছেন ইত্যাদি ইত্যাদি শেষে এই কবি গাছের মালিক রহমান হেনরী কইছে পরে ভাল কইরা অনুষ্ঠান করবো ০গো লইয়া ০আলোচনা করবো। চা-টাও খাওয়াইবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।