আমাদের কথা খুঁজে নিন

   

জন্মের অধিক যদি



জন্মের অধিক যদি থাকে কোনো অমর বিস্ময় সবুজের পুস্পকোষে আলোরেখা ঢেউ তুলে বলে এ মাটির স্মৃতিভূমে তাঁর ছায়া দীপ হয়ে জ্বলে এখনো আকাশ নুয়ে বলে জয় - বাংলার জয়। লগ্ন রোদের মন পোড়ে , আর পোড়ায় আষাঢ় পরিচয় খুঁজে খুঁজে নদী যায় দক্ষিণের বনে ফিরে এলে দেখা হবে মানচিত্রে, গ্রহের মৈথুনে বুকের উত্তাপে বাড়া উদ্ভাসিত প্রজন্মের হাড়। ঋতুর বৈচিত্র্যে লেখা যে জীবন মানুষের গানে ভরে ওঠে প্রতিদিন সুখে-দু:খে খাল বিল মাঠে ধানের রোপণে আর শিশুদের প্রিয় শব্দপাঠে স্বপ্ন স্বাধীন হাওয়া বয় ধীরে , মেঘ -প্রাণে প্রানে। যে নাম থেকেই যাবে বাংলায় , গোটা বিশ্বলোকে 'মুজিব' 'মুজিব' বলে মুক্তিকামী মানুষের ডাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।