আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ভোটের সময় জনগণ, আর ভোটের পরে সাধারণ জনগন।

মানুষের কষ্ট দেখলে খারাপ লাগে। আমরা সবাই বাঙ্গালী, রক্তে মাংশে বাঙ্গালী। সেই ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে যাপিয়ে পড়ে পাক হায়নাদের থেকে স্বাধীন করেছি এই দেশ কে। কিন্তু স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও শত্রু মুক্ত করতে পারিনি এই দেশকে। এই ধরুন আমাদের দেশের রাজনৈতিক দল গুলোর কথাই ধরুন না, কত যে ক্ষুদা এদের পেটে।

অথচ তিন বেলা ঠিক মত খাবার খাওয়া ছাড়াও বেচে থাকার সব ইচ্ছেই পুরণ হচ্ছে। কিন্তু যাদের ভোটে আজ তারা এই মহান সুযোগ উপভোগ করছেন তারা চিত্ত-বিনোদনতো দুরের কথা, দু-মুঠো খেতেই পারেনা। যখন ভোট আসে আমরা সবাই হচ্ছি এদেশের জনগন, সকল ক্ষমতার উৎস। কিন্তু ভোটের পরে আমরা আর জনগন থাকিনা, হয়ে যাই সাধারন জনগন। আমি আমাদের দেশের রাজনৈতিক দল গুলোর কথা বলছি, যে কবে তাদের কুদৃষ্টি ভঙ্গি পাল্টাবে।

আপনারা সকল রাজনৈতিক দল গুলো এক হয়ে আমাদের দিকে তাকান। আপনাদের ওই ঝগড়া ঝাটি বন্ধ করুন। এই দেশটাকে কিভাবে উন্নত করা যায় তা নিয়ে এক বার ভাবুন। মনে রাখবেন যে নিশ্চই একদিন আপনার কাজের এই হিসেব মহান আল্লাহ তায়ালার নিকট দিতে হবে। আর যে টাকা - পয়সার জন্য এত কিছু করছেন, ওর থেকে একটি পয়সাও সঙ্গে নিতে পারবেন না।

আর আমরা সাধারন জনগনরা ও একটু সচেতন হই। ৫০ বা ১০০ টাকার জন্য নিজের বিবেককে অন্যর কাছে বিক্রি না করি এবং আমাদের অধিকার আমরাই আদায় করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।