আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের কাব্য

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

(১)

শতে এক জন ভোট দিয়েছে
নিরানব্বই জন চুপ
বিজয় বাদ্য বাজায় সতী
রাঁধা জ্বালায় ধূপ।


(২)

একে যদি ইলেকশান বলি
সিলেকশান বলবো কাকে
যায়নি তাই ভোট দিতে ভাই
ভোট কি দিব ডাকাতকে?


(৩)

নিজে প্রার্থী নিজে রেফারী
নিজে ভোটের কান্ডারী
শূন্য মাঠে পূণ্য লাভে
তবু কেন ভোট চুরি?


(৪)

শূন্য মাঠে ভোটে জিতেছে
বিজয় নাচে বগল বাজায় গাধা
ক'দিন পরে কাসী যাবে
করতে হবে কালো টাকা সাদা।


(৫)

ঐ দেখো ভাই ঐ দেখো
গণতন্ত্রের চরম খেলা
শতে এক ভোটে জয় দেখো
চোর ডাকাতের মেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।